04/05/2024 : 9:10 PM
আমার বাংলাখণ্ডঘোষদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষ্যে মূর্তি স্থাপন এর সূচনা অনুষ্ঠান খণ্ডঘোষে

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, খন্ডঘোষ, ২৬ সেপ্টেম্বর ২০২১:


পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০২ তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে মূর্তি স্থাপন এর সূচনা অনুষ্ঠান আনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের খণ্ডঘোষ বাসস্ট্যান্ড মোড়ে । রবিবার উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি তথা রায়না বিধানসভার বিধায়িকা শম্পা ধাড়া,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ,জেলা পরিষদের অধ্যক্ষ দেবাশীষ নাগ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাদক্ষ উত্তম সেনগুপ্ত, জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়,পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদি, সহ সভাপতি শ্যামল কুমার দত্ত,খন্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান হারু সাঁতরা সহ অন্যান্যরা। অনুষ্ঠানের প্রথমে ই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত ব্যক্তিবর্গরা ।

তারপর অতিথিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বিধায়ক নবীন চন্দ্র বাগ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় ও পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান।আজ শিলান্যাস করলাম।এই বৎসরের মধ্যেই আমরা আবক্ষমূর্তি তৈরি করে তার উদ্বোধন করব।ওনার অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি সম্মান জানিয়ে তৃণমূল কংগ্রেস এর এই পদক্ষেপ। খণ্ডঘোষ ব্লকের খন্ড ঘোষ উচ্চ বিদ্যালয়ে ওনার পদধূলি পড়েছিল।উনি ওই স্কুল পরিদর্শনে এসেছিলেন তৎ কালীন শিক্ষা দপ্তরের এ আই হিসাবে।



Related posts

মেমারিতে ক্ষেতমজুর ইউনিয়নের স্মারকলিপি

E Zero Point

টিকিট না পেয়ে তৃণমূল প্রধান নির্দল প্রার্থীঃ ভোটারদের প্রভাবিত করার অভিযোগ মেমারিতে

E Zero Point

রাজ্য এই সপ্তাহে দ্বিতীয় লকডাউন কবে? বাড়ছে জল্পনা

E Zero Point

মতামত দিন