03/05/2024 : 4:44 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

নিজস্ব প্রযুক্তিতে জীবাণুমুক্ত বিদ্যালয়ে পঠন-পাঠন শুরু হলো মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ১৬ নভেম্বর ২০২১:


আজ রাজ্যের স্কুলগুলিতে ক্লাস চালু হলো সরকারি নির্দেশ মেনে। গতবছরের শুরুতে করোনার থাবা চওড়া হওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। বর্তমানে কোভিড আক্রান্তের গ্রাফ অনেকটাই নিম্নমুখী। শেষমেশ স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুলেছে।

মেমরি এলাকার ইংরেজি মাধ্যম স্কুল, মেমারি ক্রিস্টাল মডেল স্কুল ইতিমধ্যেই নিজেদের ল্যাবরেটরিতে করনা মোকাবিলায় আয়ুর্বেদিক স্যানিটাইজার টানেল বানিয়ে দেশ ও আন্তর্জাতিক খবরে আসে।

আজ স্কুলে দেখা গেল করনা মোকাবিলায় নজরকাড়া অভিনব সব ব্যবস্থা। প্রথমেই আয়ুর্বেদিক স্যানিটাইজার টানেল মধ্যে দিয়ে যাবার সময় সকলের শরীর জীবাণু মুক্ত হবে । সমস্ত ক্লাস রুম এর সামনে রয়েছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি পায়ের দ্বারা চালিত হাত জীবাণু মুক্ত করার অভিনব প্রযুক্তি র মেশিন যা ব্যবহার করে মাঝেমধ্যে কোনরকম হাতের স্পর্শ ছাড়াই জীবাণু মুক্ত করা যায় ।

বিদ্যলয়ের প্রিন্সিপ্যাল শ্রী অরুন কান্তি নন্দি জানান। সমস্থ সরকারি নির্দেশে এর পাশাপাশি হাইব্রিড ক্লাসের ব্যবস্থা করেছি এই ব্যবস্থায় কোন ছাত্র ছাত্রী স্কুলে অনুপস্থিত থাকলেও অনলাইন ক্লাস করতে পারবে। আমাদের বিদ্যলয়ে নিজস্ব প্রজুক্তি সাহায্য সমগ্ৰ বিদ্যলয় ভবন জীবাণু মুক্ত করে চলেছি। ইতিমধ্যেই যা ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো দ্বারা প্রচারিত হয়েছে।


Related posts

ভাতার ব্লক ও পঞ্চায়েত সমিতিতে সুভাষ উৎসব

E Zero Point

ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন

E Zero Point

“দিদিকে বলো”তে অভিযোগের ভিত্তিতে সমাধান বড়শুলে

E Zero Point

মতামত দিন