01/05/2024 : 7:16 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

পূর্ব বর্ধমানে আয়োজিত হয় অভিনব বন্ধুত্ব স্থাপনের উৎসব

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, বর্ধমান, ১৭ নভেম্বর ২০২১:


সহেলা উৎসব মানে বন্ধুত্ব পাতানোর দিন, গ্রামবাংলায় যেটা সহেলা নামেই পরিচিত । প্রতি ১২ বছর অন্তর সহেলা উৎসব পালিত হয় তোড়কোনার অন্তর্ভুক্ত দাসপাড়া গ্রামে। গতবছর করোনার দরুন বাদ সাধে বাঙালির পূজা-পার্বণে, তাই বাদ যায়নি দাসপাড়ার সহেলা উৎসবও। গত বছর পালিত না হওয়ায় ১৩ বছরে অর্থাৎ ১৬ই নভেম্বর মঙ্গলবার পালিত হল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের তোড়কোনা গ্রামের অন্তর্ভুক্ত দাসপাড়ায় সহেলা উৎসব। সহেলা উৎসব মানেই মনসার পুজো আবশ্যিক।

তাই অনুষ্ঠিত হয় মনসা পূজো ও। সহেলা উপলক্ষে অনুষ্ঠিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাথে থাকে মেলা। আগত মানুষজন শোলার মালা পরিয়ে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয় একে অপরে। তারপরেই শুরু হয় মিষ্টি মুখের পালা। বন্ধুত্ব স্থাপনের পর একে অপরকে খায়িয়ে দেয় মিষ্টি। দাসপাড়ার সহেলা উৎসব উপলক্ষে বেশকিছু দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র স্বরূপ একটি করে কম্বল। এদিন সহেলা উপলক্ষে উপস্থিত হয়েছিলেন, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামল কুমার দত্ত, কৈয়র অঞ্চল প্রধান আগমনী চক্রবর্তী (দলুই ),পঞ্চায়েত সদস্য আইজুল ইসলাম, সদস্যা ঝর্ণা পাল, মলয় ঘোষাল, বাঁকু রুইদাস, ছোট্টু হর, অমিত সরকার,সহ অনেকেই।


Related posts

মেমারিতে মোটর বাইকের সাথে দুধের ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষ

E Zero Point

মেমারি কদমপুকুর এলাকায় পথ দুর্ঘটনা

E Zero Point

মত বদল সৌমিত্র খাঁয়ের, ইস্তফার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন

E Zero Point

মতামত দিন