01/05/2024 : 10:07 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মানবাধিকার সচেতনতায় সাইকেল যাত্রায় মেমারির ৪ যুবক

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ২৯ নভেম্বর ২০২১:


সফল যাত্রা শেষে বাড়ি ফিরল ৪ সাইকেল আরোহি, গত কয়েক দিন আগে মেমারির পাল্লারোড থেকে মানবাধিকার সচেতনতায় সাইকেল যাত্রা শুরু করে ৪ জন। অয়ন সরকার, তরুণ বারুই, সব্যসাচি মন্ডল, অয়ন রায়।

তারা বাঁকুড়া পুরুলিয়া ঘুরে অবশেষে আজ ফিরে আসে পাল্লারোডে। দীর্ঘ ৬০০ কিমি পথ তারা সাইকেলে পাড়ি দিয়েছে বিগত এই কয়েকদিনে বলে তারা জানায়, এদিন সফল যাত্রা শেষে তাদের শুভেচ্ছা ও অভিবাদন জানান হিউম্যান রাইটস প্রোটেকশন অ্যাসোসিয়েশনের সদর মহকুমার সেক্রেটারী জেনারেল সন্দীপন সরকা।

তিনি বলেন সামনের মাসেই মানবাধিকার দিবস , তার আগে সে ব্যপারে সচেতনতা আনতেই এই উদ্যোগে পাশে থাকা। ওদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।


Related posts

পৌরসভার লোন দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ কালনায়

E Zero Point

আজও পূর্ব বর্ধমানে ৪২৫ জন করোনা আক্রান্ত, মৃত্যু ৩

E Zero Point

প্রস্তুতি শুরু করে দিল মহদীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস

E Zero Point

মতামত দিন