জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২৩ নভেম্বর ২০২১:
মেমারি কি আর আগের মতো নিরাপদ নেই? এই প্রশ্ন এখন মেমারি শহরের মানুষের মধ্যে। কিছুদিন আগেই ডাকাত সন্দেহে গ্রেপ্তার মেমারি শহরের চার যুবকে গ্রেফতার করে মেমারি থানার পুলিশ। শুধু তাই নয় বেশকিছু দিন আগে কালীপুজোর মেমারি পৌরসভার ৭ নং ওয়ার্ডে সুকান্ত নগর এলাকায় প্রায় ১ সপ্তাহের মধ্যে দুটি বাড়িতে ডাকাতি হয়। যার ফলে সুকান্তনগরের বাসিন্দারা খুব ভয়েই রাত কাটাচ্ছেন।
আরও পড়ুন – ডাকাত সন্দেহে গ্রেপ্তার মেমারির চার যুবক
এরই মধ্যে আবার মেমারির কালসি মোড় থেকে ডাকাত সন্দেহে গ্রেফতার করা হয় ২ ব্যাক্তিকে। পুলিশের সুত্রে খবর ধৃত ওই দুই ব্যক্তি সোমবার গভীর রাতে কালসি মোড়ে সন্দেহজনক ভাবে ঘোরা ফেরা করছিলো৷ সেই সময় মেমারি থানার টহলরত পুলিশ তাদের গ্রেফতার করে৷
পুলিশি জেরায় তারা জানায়, তপন মালো এবং নরেশ বেহারা। তপন রসুলপুর দলুই বাজার এবং নরেশ কলকাতা বড়বাজারের বাসিন্দা। ধৃত দের কাছ থেকে লাঠি রড সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার হয়৷ মঙ্গলবার তাদের বর্ধমান আদালতে তোলা হয়৷ ধৃতরের সাথে আর কারা জড়িত রয়েছে, তার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ।