06/05/2024 : 1:36 AM
আমার বাংলাউত্তর বঙ্গকোচবিহার

পাশ করে দেওয়ার দাবি জানিয়ে রাজ্যসড়ক অবরোধ উত্তরবঙ্গে

জিরো পয়েন্ট নিউজ – মৃন্ময় রায়, কোচবিহার, ১৪ জুন ২০২২:


পাশ করে দেওয়ার দাবি জানিয়ে মেখলিগঞ্জের জামালদহে রাজ্যসড়ক পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন জামালদহ তুলসীদেবী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুর্ত্তীণ ছাত্র-ছাত্রীরা। তাদের দাবি পরীক্ষা তারা ভালো দিয়েছেন কিন্তু পরীক্ষার খাতা কম সময়ের মধ্যে দেখে মূল্যায়ন ঠিকঠাকভাবে করেননি শিক্ষকরা। প্রশ্নের উত্তরপত্র ভালোভাবে না দেখে ফেল করিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে নাম্বার দেওয়া হয়নি। তারা ভালো পরীক্ষা দেওয়ার পরেও ফেল করেছেন।  তাদেরকে পাশ করিয়ে দিতে হবে।

সোমবার এই দাবীতে এদিন জামালদহ পথ অবরোধ করেন জামালদহ তুলসী দেবী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন। পুলিশের সাথে কথা বলে ছাত্রছাত্রীরা তাদের অবরোধ তুলে নেন ,এরপর বিদ্যালয়ের গেটের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ।

Related posts

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ

E Zero Point

বাম সংগঠনের উদ্যোগে আপনজনের রান্নাঘর

E Zero Point

মগরায় সুকান্ত পল্লীতে প্রভু শ্রী রাম চন্দ্রের পুজা

E Zero Point

মতামত দিন