05/05/2024 : 7:45 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে রক্তদান শিবির

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ১৪ সেপ্টেম্বর ২০২২:


বর্ধমান সেন্ট্রাল মার্কেটিং এমপ্লয়েইজ রিক্রিয়েশন ক্লাবের পরিচালনায় বুধবার সকাল ১০ টা নাগাদ বিশ্ব কর্মা পূজো উপলক্ষে মেমারি সৃষ্টি লজে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ১ জন মহিলা সহ মোট ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহে সহযোগিতা করেন বর্ধমান রশ্মী ব্লাড ব্যাংক।

বর্ধমান সেন্ট্রাল মার্কেটিং এমপ্লয়েইজ রিক্রিয়েশন ক্লাবের সম্পাদক ও বর্ধমান সেন্ট্রাল মার্কেটিং কো অপারেটিভ এগ্রিকালচার প্রডাকসন ও মার্কেটিং সোসাইটি লিমিটেডের ম্যানেজার সুজিত নন্দি  জানান বিশ্বকর্মা পূজার দিন শনিবার বেলা ৩ টার সময় রংভরো, যেমন খুশি আঁকো, আজাদি কা অমৃত মহোৎসব, মহিলাদের শঙ্খ ধনি, মিউজিক্যাল বল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রবিবার বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। সন্ধ্যা ৭ টার সময় অর্কেস্ট্রা জি বাংলা খ্যাত।

রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সংস্থার প্রশাসনিক আধিকারিক তপন কুমার গণ  ও ডিরেক্টর সৈয়দ নাসিরুদ্দিন আহামেদ এবং অন্যান্য স্টাফরা।

Related posts

মন্তেশ্বরের শুশুনিয়া গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আহত-৬, গ্রেপ্তার-৪

E Zero Point

পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সভা বড়শুলে

E Zero Point

বামপন্থী সংগঠনের রক্তদান শিবির পূর্বস্থলীতে

E Zero Point

মতামত দিন