25/04/2024 : 11:21 AM
দক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

মন্তেশ্বরের শুশুনিয়া গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আহত-৬, গ্রেপ্তার-৪

আলেক শেখ,  কালনা,   ২০ জুনঃ রেশন দ্রব্য বিলিকে কেন্দ্র করে   তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে বেশ কয়েক জন আহত হয়।   ৬ জনের  অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতলে ভর্তি করা হয়।  সেখানেই তাদের চিকিৎসা চলছে |  ঘটনাটি ঘটে শুক্রবার রাতে  মন্তেশ্বর  পঞ্চায়েত সমিতির অন্তর্গত শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের তুল্য গ্রামে।    পাশের গ্রাম ভান্ডারপুর  গ্রামে রেশন তুলতে যেতে হয় এই গ্রামের বাসিন্দাদের।  শনিবার বিকালে রেশন তুলতে গিয়ে একদল গ্রামবাসীদের সঙ্গে ডিলার বচসায় জড়িয়ে পড়েন।   এই বচসা শেষে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে  সংক্রমিত হয়। তারই জেরে শনিবার রাত্রিবেলা তুল্য গ্রামে তুমুল মারপিট লেগে যায়। কয়েকটি বাড়িতে ব্যাপক ভাঙচুরও চালানো হয়। অভিযোগ মারপিটের সময় কয়েক রাউন্ড গুলি চালানো হয়। মন্তেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের চারজনকে গ্রেপ্তার করে। ধৃতরা হলেন ডালু খান জুয়েল খান সাহেব খান এবং আনোয়ার আলী।  পুলিশ গুলি চালানোর অভিযোগ অস্বীকার করে।   চরম উত্তেজনা থাকায়  গ্রামে পুলিশ টহল দিচ্ছে।

Related posts

মেমারিতে দুর্গামন্দিরের শিলান‍্যাস

E Zero Point

‘‘ভোটের আগে আসছেন। ভোটের পরেও তো আসতে হবে!’’ নন্দীগ্রামে নাম না করে বার্তা

E Zero Point

একটি জায়গাতে আধার কার্ড সংশোধন কেন্দ্র খোলা হয় ভোগান্তি কান্দি মহকুমার সাধারণ মানুষের

E Zero Point

মতামত দিন