01/05/2024 : 8:46 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে নাবালিকার বিয়ে রুখে দিল প্রশাসন

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ৪ ডিসেম্বর ২০২২:


পূর্ব বর্ধমান জেলার মেমারিতে চাইল্ড হেল্প লাইনের সহযোগিতায় এক নাবালিকার বিয়ে রুখে দিল প্রশাসন। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মেমারি দু’নম্বর ব্লকের অন্তর্গত বড়পলাশন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মন্ডলগ্রামে। স্থানীয়সূত্রে জানা যায় মন্ডলগ্রামের বাসিন্দার এক নাবালিকা পাশের গ্রাম একটা যুবকের সঙ্গে বিয়ে করে তার বাড়িতে চলে যায় । বিশেষ সূত্রে চাইল্ড হেল্প লাইনে অভিযোগ জানানো হয়।

শনিবার সন্ধ্যায় চাইল্ড হেল্প লাইনের আধিকারিক, মেমারি দু’নম্বর ব্লক প্রশাসনের আধিকারিক এবং মেমারি থানা সাতগেছিয়া পুলিশ ফাঁড়ি আধিকারিকরা গিয়ে ওই নাবালিকাকে উদ্ধার করে তার বাড়িতে ফিরিয়ে দেন। তার সাথে সাথে যাতে ১৮ বছরের আগে তার বিবাহ দেওয়া না হয় সে বিষয়ে তার পরিবারকে বোঝান উপস্থিত আধিকারিকরা।

Related posts

পান্ডুয়ায় নবনির্বাচিত জেলা যুব তৃণমূল সভাপতিকে সংবর্ধনা

E Zero Point

বর্ধমানে আদিবাসী শ্রমজীবি মানুষের জন্য রান্নাঘর

E Zero Point

লক্ষীপুজোয় মাথায় হাত গৃহস্থের

E Zero Point

মতামত দিন