05/05/2024 : 6:25 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মীদের শান্ত হতে বললেন মেমারির শহর সভাপতি

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১ জানুয়ারি ২০২৩:


সারা রাজ্য সহ মালদহ জেলায় অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ কর্মী ও সমর্থকরা ১লা জানুয়ারি পালন করল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। রাজনৈতিক দল হিসাবে এবার ২৬ বছর পূর্ণ করলো তৃণমূল কংগ্রেস।

রবিবার সকালে মেমারি শহর তৃণমূল কংগ্রেসের পরিচালনায় মেমারি নতুন বাসষ্ট্যান্ডে দলীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। এছাড়াও ছোটদের বসে আঁকো প্রতিযোগিতায় প্রায় ১৫০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এছাড়াও স্থানীয় সাংবাদিক ও বিশেষ গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। দুরদর্শন খ্যাত হরবোলা শিল্পী সেখ শামিম কথা বলা পুতুলের মাধ্যমে তার শিল্পস্বত্ত্বা পরিবেশন করেন।

বর্ধমান, গুসকরা, কালনা, কাটোয়া, মন্তেশ্বর, বড়শুল, সাতগেছিয়া, আউসগ্রাম, জামালপুর ছাড়াও জেলার বিভিন্ন এলাকার নৃত্যশিল্পীরা সন্ধ্যায় নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাচিক শিল্পী কমলেশ মন্ডল।

মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন ঘোষাল বলেন, দলের প্রতিষ্ঠা দিবসে মেমারি শহর তৃণমূল কংগ্রেসের কর্মীদের শান্ত হতে বললেন ও সততার সাথে কাজ করার জন্য আবেদন রাখলেন। মমতা ব্যানার্জীর মতাদর্শ মেনে চলতে বললেন।

 

Related posts

বর্ধমানে “আজাদী কী অমৃত মহোৎসব”

E Zero Point

ইচ্ছা থাকলেই উপায় হয়ঃ মমতা বন্দ্যোপাধ্যায়

E Zero Point

পূর্বস্থলীতে আবাসন যোজনার অর্থ গায়েবের অভিযোগ

E Zero Point

মতামত দিন