18/05/2024 : 5:27 PM
আমার বাংলাউত্তর বঙ্গ

ক্ষতিপূরণ মেলেনি গেইল কোম্পানির শিবিরে তালা ঝোলালেন কৃষকরা

জিরো পয়েন্ট নিউজ – মৃন্ময় রায়, কোচবিহার, ৬ অক্টোবর ২০২৩:


ক্ষতিপূরণের টাকা পাননি ফলে গেইল কোম্পানির শিবিরে তালা ঝুলিয়ে দিলেন। উঁচুলপুকুড়ি অঞ্চলের কৃষকরা। বিহারের বাড়ুনি থেকে আসামের গুহাটি পর্যন্ত গ্যাসের সংযোগ দেবার জন্য, প্রায় ১ বৎসর পূর্বে মেখলিগঞ্জ ব্লকের উঁচুলপুকুড়ি ও রানীরহাট অঞ্চলের কৃষকদের জমি অধিগ্রহণ করে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া বা গেইল নামের একটি কোম্পানি। বর্তমানে পাইপলাইন বসানোর কাজও শেষ হয়ে গিয়েছে , অন্যান্য অঞ্চলের কৃষকরা ফসলের ক্ষতি পূরণের টাকা পেলেও বাত পড়েছে উঁচুলপুকুড়ি অঞ্চলের কৃষকরা।


এই বিষয় নিয়ে ২১ দিন পূর্বে বিক্ষোভ দেখালে কৃষকদের ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য ২০ দিন সময় নেন দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও টাকা দিতে না পাড়ায় শুক্রবার দুপুরে রানীরহাট অঞ্চলের ১৮৩ শৌলমারি এলাকায় গেইল কোম্পানির শিবিরে তালা ঝুলিয়ে দিলেন উঁচুলপুকুড়ি অঞ্চলের কৃষকরা। ওই এলাকার রঞ্জিত বর্মন, দীনবন্ধু রায় জানান, দীর্ঘদিন থেকে এভাবেই তাঁদের সাথে হয়রানি করা হচ্ছে, আজ বাধ্যহয়ে গেইল কোম্পানির শিবিরে তালা ঝুলিয়ে দেন তারা, যতক্ষণ না পর্যন্ত তাঁদের প্রাপ্য ফসলের ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন ততক্ষন পর্যন্ত তালা খুলবেন না তারা।

Related posts

মেমারিতে ডাকাতির আগেই গ্রেপ্তার ২

E Zero Point

তৃণমূল প্রার্থী পরেশ চন্দ্র অধিকারীর নির্বাচনী প্রচার

E Zero Point

নিউ ইয়ারে দুর্ঘটনা এড়াতে বিশেষ নজরদারি মঙ্গলকোট থানার

E Zero Point

মতামত দিন