19/05/2024 : 12:13 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে রক্তদান শিবির মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২০ নভেম্বর ২০২৩:


২৪ তম জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে রবিবার পরশপাথর ও নবজাগরণ সংঘের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো মেমারি বিডিও পাড়ার মাঠে। ৪৪ জন রক্তদাতা এদিন রক্তদান করেন যাদের মধ্যে ১০ জন মহিলা। রক্তদান শিবিরকে কেন্দ্র করে মানুষের মধ্যে উৎসাহ দেখা যায় এদিন। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক।

আয়োজকদের পক্ষ থেকে অপূর্ব সু জানান প্রয়োজনের তুলনায় রক্তের যোগান কম এখনও তাই পুজো পার্বণেও আমরা রক্তদান শিবির করার জন্য এগিয়ে এসেছি।রক্তদাতাদের তালিকায় গৃহবধূদের সংখ্যা ছিল চোখে পড়ার মত।

একজন গৃহবধূ রক্তদাতা জানান, পাড়ার মানুষের দায়ে-বিপদে বাড়ির ছেলেরা ছুটে যায়। রাত-বিরেতে রক্ত লাগলে ওরাই দেয়। সংসার ফেলে সবসময় আমরা তো আর যেতে পারি না। কিন্তু ওদের মুখে আমরা শুনেছি রক্তের জন্য কত মানুষকে কত সমস্যা ফেস করতে হয়। তাই সুযোগ পাই বলে আমরা বাড়ির বউরা প্রতিবার এখানে রক্ত দিই। মানুষের উপকারে লাগতে পারছি এটাই বড় পাওনা।

Related posts

সরকারি নির্দ্দেশিকায় বিপাকে শিক্ষক-শিক্ষিকারা

E Zero Point

দার্জিলিং-এর উন্নয়নে আরও যত্নবান হওয়া উচিতঃ রাজ্যপাল

E Zero Point

সামাজিক দূরত্ব ও স্বাস্থবিধির সাথে উদযাপিত হল ঈদ-উল-আযহার নামাজ জামালপুরে

E Zero Point

মতামত দিন