18/05/2024 : 11:58 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে রেল গেট পরিদর্শনে রেল আধিকারিক

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ :


শুক্রবার বিকালে পূর্ব বর্ধমান জেলার মেমারিতে রেল গেট পরিদর্শন করতে আসেন রেল আধিকারিক এডি আর এম সৌরাশিষ মুখার্জী। জানা যায় হাওড়া-বর্ধমান মেইন লাইন শাখায় যে সমস্ত লেভেল ক্রসিংগুলো আছে সেগুলির বিভিন্ন অসুবিধার কথা জানতে পেরে রেল আধিকারিক এই পরিদর্শনে আসেন।

মেমারি ১৩২ ও ১৩৩ নং রেলগেট পরিরদর্শন করার পর তিনি জানান, শহরের মধ্যে ১৩২ নং রেলগেটের রাাস্তা সংকীর্ণ হওয়ায় গেট পড়লে মানুষ দুর্ভোগের শিকার হন তাই রেলগেটটি পরিসর বাড়ানোর কথা ভাবা হচ্ছে। এই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


মেমারিবাসীর দীর্ঘদিনের দাবী ফ্লাইওভার আজও হয়ে ওঠেনি সে ব্যপারে তিনি কোন জবাব দিতে পারেন নি। কিন্তু সময়ের সাথে সাথে লোকাল ও মেল এবং পণ্যবাহী ট্রেনের সংখ্যা বেড়ে যাওয়ায় লেভেলক্রসিং এ দীর্ঘক্ষণ গেট পড়ে থাকে ফলে শহরবাসীরা অসুবিধার সম্মুখীন হয়। মেমারি শহরের মধ্যে এই রেলগেট দিয়ে হাসপাতাল যাওয়ার একমাত্র রাস্ত তাই দীর্ঘক্ষণ গেট পড়লে এমারজেন্সী রুগীদের অসুবিধার মধ্যে পড়তে হয়।

 

Related posts

ভালোবাসার দিনে মানবতার নিদর্শন

E Zero Point

মন্তেশ্বরে গ্যাস সিলিন্ডারের রেগুলেটর থেকে আগুন বাড়িতে

E Zero Point

বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ডের ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শন

E Zero Point

মতামত দিন