18/05/2024 : 12:57 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

পরশপাথরের ভালোবাসার ব্যগ

জিরো পয়েন্ট নিউজ, আফরিন আবৃত্তি আলি, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ :


সরস্বতী পুজো উপলক্ষ্যে আর্থিকভাবে দুর্বল পরিবারের বাচ্চাদের পাশে দাঁড়ালো পরশপাথর স্বেচ্ছাসেবী সংস্থা। শনিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ ব্লকের অন্তর্গত কুচুট অঞ্চলের অন্তর্গত কানপুর গ্রামেরর পুরাতন বারোয়ারীতলায় পরশপাথরের বর্ণে পরিচয় কর্মসূচী অনুষ্ঠিত হলো। এদিন ৫৫ জন ছাত্রছাত্রীর হাতে ভালোবাসার ব্যাগ তুলে দেওয়া হয়।

সংস্থার পক্ষ থেকে জানা যায় এই ভালোবাসার ব্যাগে ১ টি স্কুল ব্যাগ, ২ টি নোট বুক খাতা, ১ আঁকার খাতা, রং পেন্সিল বক্স ১টা, পেন্সিল বক্স ১টা, ২টি করে পেন্সিল ও পেন, ১ টা ইরেজার, ১ সার্পনার ও ১ টি স্কেল আছে। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলনে পরশপাথর সংস্থার পক্ষ থেকে অপূর্ব কুমার সু, দেবকুমার চ্যাটার্জী, রিয়া খাতুন, অভিষেক চৌধুরী, মিতা বাগ মাজি, কুনাল ভকত ও বিশিষ্ট সাংবাদিক পার্থসখা অধিকারী।

Related posts

গ্রীষ্মকালীন রক্ত সংকটের সমাধানে এগিয়ে এসেছে পান্ডুয়া ফুটবল একাডেমি ও লায়ন্স ক্লাব

E Zero Point

অনুন্নত কুম্ভকার সমিতির উদ্যোগে ডেপুটেশন কালনায়

E Zero Point

মেমারি পৌরসভার বাসিন্দা করোনা পজিটিভ, কর্মসূত্রে তিনি কলকাতায় থাকেন

E Zero Point

মতামত দিন