06/05/2024 : 2:27 PM
আমার বাংলা

মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ বর্ধমানে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ :


সন্দেশখালিতে নারী নিগ্রহে দায়ী তৃণমূল নেতাদের গ্রেপ্তার করতে হবে। গ্রামবাসী এবং মহিলাদের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার বন্ধ করতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা ও প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের নিঃশর্ত মুক্তির দাবী তে ধিক্কার মিছিল করলো সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পূর্ব বর্ধমান শাখা। শনিবার বর্ধমান রেল স্টেশন চত্বর থেকে মশাল নিয়ে ধিক্কার মিছিল শুরু হয়ে কার্জনগেট চত্বরে এসে শেষ হয়। শ’তিনেক মহিলা এদিনের মিছিলে পা মেলান। কার্জনগেট চত্বরে রাজ্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানায় সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেতৃত্বরা। এদিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন মহিলা সমিতির রাজ্য নেত্রী অঞ্জু কর, জেলা কমিটির সম্পাদিকা সূপর্ণা ব্যানার্জী সহ অন্যান্যরা।

মহিলা নেত্রী সূপর্ণা ব্যানার্জী বলেন, গোটা রাজ্যে চুরি,ডাকাতি,লুট চলছে। রাজ্য টা জঙ্গল-রাজ্যে পরিনত হয়েছে তার জ্বলজ্যান্ত উদাহরণ হল সন্দেশখালির ঘটনা। সন্দেশখালির চোরেদের মাথা শেখ শাহজাহানের নামে অভিযোগ থাকলেও তাকে ধরছে না প্রশাসন, সেই জায়গায় যারা শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে তাদের মধ্যেযুগীয় বর্বরতা আক্রমণ করা হচ্ছে। সেই সঙ্গে সেইখানকার মহিলাদের অকথ্য অত্যাচার, ধর্ষণ পর্যন্ত করা হচ্ছে। মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে প্রকাশ্যে তা সমর্থন করছেন এর থেকে লজ্জ্বাজনক আর কিছু নেই।

Related posts

চাষী ভাইদের উদ্দেশ্যে সচেতনতা বার্তা

E Zero Point

তাঁত শিল্পীর মেয়ে তৃষার স্বপ্ন ডাক্তার হওয়া

E Zero Point

সোয়াব টেস্ট আবার শুরু হলো কোন্নগর কানাইপুরে

E Zero Point

মতামত দিন