21/05/2024 : 10:18 AM
আমার বাংলা

শ্রীশ্রী বসন্ত চন্ডী মাতা বাৎর্ষিক পুজো

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মন্তেশ্বর, ২১ মার্চ ২০২৪ :


মন্তেশ্বর ব্লকের অন্তর্গত কুলজোড়া গ্রামের বহু প্রাচীন শ্রী শ্রী বসন্ত চন্ডী মাতা বাৎসরিক পুজো অনুষ্ঠিত হলো ধুমধাম সহকারে। এই পুজো দোল পূর্ণিমা আগে একাদশী তিথিতে ঘট স্থাপন হয় এবং পরের দিন অর্থাৎ আজ বৃহস্পতিবার দেওয় দোসি তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয় বলে জানালেন পুরোহিত মহাশয়।

এই পুজোর তিনদিন ধরে বিভিন্ন ধর্ম মূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় কিন্তু এ বছর প্রকৃতি বিপর্যয় কারণে অনুষ্ঠান হচ্ছে না বলে জানালেন পুজো কমিটির তরফ থেকে। সকালের দিকে মূল মন্দিরে পুজিত হন, শ্রীশ্রী বসন্ত চন্ডী মাতা পরে চতুর দোলায় করে গ্রাম পরিক্রমা করে ঘাটে গিয়ে পুজিত হন এবং গ্রাম পরিক্রমা করে পুনরায় মূল মন্দিরে এসে আবার পুজিত হন শ্রী শ্রী বসন্ত চন্ডী মাতা।

এই পুজোকে ঘিরে বহু ভক্তের সমাগম হয় ।আজ বিশেষ পুজো অর্চনা হয় ও অষ্টপ্রনাম খাটেন ভক্তরা এবং বলিদান প্রথা আছে বলেও জানা যায়।পূজা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পুরোহিত গোবিন্দ মুখার্জি, রানা মুখার্জি, সাথী কুনার, সুরজিৎ সোম সহ ভক্তবৃন্দ।

Related posts

মালোকাই জয়ের স্বপ্নে কালনার সায়নী আবার জলে

E Zero Point

প্রতিবেশীর সাথে বিবাদ ও মারামারি, জখম ৪, গ্রেপ্তার ৬ মেমারিতে

E Zero Point

সর্বধর্ম সমন্বয় ও সংহতি দিবস পালিত হলো মেমারিতে

E Zero Point

মতামত দিন