26/04/2024 : 10:11 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

মালোকাই জয়ের স্বপ্নে কালনার সায়নী আবার জলে

আলেক শেখ, কালনা,  ৯ জুনঃ লকডাউনের কারনে ২০২০ সালে  সায়নী দাসের হওয়াই  দ্বীপের মালকাই চ্যানেন জয়ের স্বপ্ন থেমে গেলেও সে একটুও  ভেঙে পড়েনি |  তাই  ২০২১ সালে এই চ্যানেল জয়ের  দৃঢ় সংকল্প নিয়ে মঙ্গলবার  ভাগীরথীর জলে নেমে পড়লেন | টানা কয়েক ঘন্টা সাঁতার কাটলেন |  পর পর তিন বছর তিনটি চ্যানেল ইংলিশ,    রটনেস্ট, এবং ক্যাটালিনা জয়ের পর চলতি বছরের সেপ্টম্বরে  সায়নী দাসের লক্ষ্য ছিল হাওয়াই দ্বীপপুঞ্জের মালোকাই চ্যানেল পার হওয়া | এই লক্ষপুরনে সায়নী দাসের সব রকম প্রস্তুতি সারা হয়ে গেলেও করোনা আবহে তা বন্ধ হয়ে যায়  | একদিকে ইভেন্ট বন্ধ হয়ে যাওয়া অপরদিকে আর্থিক ক্ষতির মধ্যে পড়ে সায়নী দাসের মনের উপর একটু চাপ পড়লেও, তিনি ভেঙে পড়েননি |  কালনা শহরের সায়নী দাস  ২০১৭ সালে  ইংলিশ, ২০১৮ সালে অস্ট্রেলিয়ার রটনেস্ট  এবং ২০১৯ সালে আমেরিকার  ক্যাটালিনা চ্যানেল জয় করেন |  ২০২০ সালে হাওয়াই দ্বীপপুঞ্জের  ৪৪ কিমি দীর্ঘ মালোকাই চ্যানেল জয় করার  চ্যালেঞ্জ গ্রহণ করেন  | যে চ্যানেলে এশিয়া  মহাদেশের এখনো পর্যন্ত কোন মহিলা সাঁতারু নামেননি |
এই দেশের মাত্র  দুজন পুরুষ সাঁতারু এই চ্যানেলে নেমেছেন।  তাই সায়নী দাস এই চ্যানেলে সাঁতার কাটাকে কঠিন চ্যালেঞ্জ হিসাবে ধরে নিয়েই প্রস্তুতি  নিয়েছিলেন | ঘন্টার পর ঘন্টা কালনার পাশ দিয়ে বয়ে চলা ভাগীরথী নদীতে তো বটেই,  প্র্যাকটিস করেছিলেন বাইরে গিয়েও |  পুরীর  উত্তাল সমুদ্রে একটানা পাঁচ ঘন্টা করে বেশ কয়েক দিন  সাঁতার কেটেছিলেন |   কলকাতার সুইমিং পুলে টানা ১৫ ঘন্টা সাঁতার কাটেন  |  চলতি বছরের সেপ্টম্বর মাসে উল্লেখিত চ্যানেলে নামার অগ্রিম প্রস্তুতি হিসাবে সেখারকার কটেজ ভাড়া মেটানো এবং বিমান টিকিট কাটা হয়ে গিয়েছিল |  কিন্তু  সায়নী দাসের বিদেশি পাইলট ইভান সিগাকি পরামর্শ দেন– বর্তমান করোনা ভাইরাস আবহে চ্যানেল অভিযান বাতিল করতে হবে | তাঁর পরামর্শ মেনে চ্যানেল অভিযান বাতিল হয়ে গেলেও   সায়নীকে  বেশিদিন ঘরবন্দি রাখতে পারেনি  |   জলে  নামা সাময়িক বন্ধ থাকলেও মাঠে গিয়ে শাররীক কসরত তিনি নিয়মিত চালিয়ে গেছেন |   সায়নির বাবা কাম কোচ রাধেশ্যাম দাস জানান– মালোকাই চ্যানেলে  কর্তৃপক্ষ  সায়নী দাসকে বিশেষ সুযোগ দেবে বলে জানিয়েছে |   ইভেন্ট একবার বাতিল হয়ে যাওয়ার কারনে সায়নী  ২০২১ সালে অভিযান করার অগ্রাধিকার পাবে |  সেই আশ্বাসেই সায়নী আজ থেকে জলে নামা  শুরু করলো, মালকাই চ্যানেল জয় করা না পর্যন্ত  তাঁর এই জলে নামা থামবে না |

Related posts

মেমারিতে কৃষক-স্বার্থে বিজেপির ডেপুটেশনঃ দেখা করলেন না কৃষি আধিকারিক

E Zero Point

বাঁশ দিয়ে পিটিয়ে স্ত্রীকে নৃশংস ভাবে খুন

E Zero Point

কাটোয়া পৌরসভার পৌরপ্রশাসকের অফিসে ডেপুটেশন

E Zero Point

মতামত দিন