06/06/2023 : 9:26 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

স্বরাষ্ট্রমন্ত্রীর ভার্চুয়াল স্পিচের বিরুদ্ধে বিক্ষোভ কালনা শহরে

 আলেক শেখ, কালনা, ৯ জুনঃ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভার্চুয়াল স্পিচের বিরুদ্ধে মঙ্গলবার কালনা শহরে বিক্ষোভ দেখায় যুবরা | ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের কালনা শহর লোকাল কমিটির উদ্যোগে পোষ্ট অফিসের সামনে গলায় বিভিন্ন শ্লোগান লেখা পোষ্টার ঝুলিয়ে যুবরা শ্লোগান দেয় |  অভিযোগ করোনার মতো মহামারী  ও আমফান- কালবৈশাখীর মতো ঝড়ে সাধারণ মানুষ যখন বিপর্যস্ত | সেই সময়  মঙ্গলবার অমিত শাহের ভার্চুয়াল  ভাষণ |  যে ভাষণে গরিব খেটে খাওয়া মানুষ, পরিযায়ী শ্রমিক, বেকার, কাজ হারানো  যুবকদের জন্য কোনো কথা নেই ।  তাই যুবরা শ্লোগান তোলে — ভাষণ নয়, রেশন চাই। খেয়ে পরে বাঁচতে চাই। মানুষের সাথে মানুষের বিভেদের রাজনীতি বন্ধ করে মানুষকে বাঁচাও। সাম্প্রদায়িকতার বিষদাঁত ভেঙে দেবে বাংলার  মানুষ। এই ভাবেই বিজেপিকে  হুঁশিয়ারি দেয় যুবরা।

Related posts

প্রাক্তন বিধায়কের উপস্থিতিতে বিরোধী শিবির ছেড়ে তৃণমূলে যোগদান মেমারিতে

E Zero Point

উন্নতমানের ধান চাষ করার জন্য, বিনামূল্যে সুগন্ধি ধানের বীজ বিতরণ মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে

E Zero Point

নকল সারের পর, নকল বীজআলুঃ মেমারির হিমঘরে স্থানীয় চাষীদের উত্তেজনা

E Zero Point

মতামত দিন