11/10/2024 : 6:42 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

স্বরাষ্ট্রমন্ত্রীর ভার্চুয়াল স্পিচের বিরুদ্ধে বিক্ষোভ কালনা শহরে

 আলেক শেখ, কালনা, ৯ জুনঃ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভার্চুয়াল স্পিচের বিরুদ্ধে মঙ্গলবার কালনা শহরে বিক্ষোভ দেখায় যুবরা | ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের কালনা শহর লোকাল কমিটির উদ্যোগে পোষ্ট অফিসের সামনে গলায় বিভিন্ন শ্লোগান লেখা পোষ্টার ঝুলিয়ে যুবরা শ্লোগান দেয় |  অভিযোগ করোনার মতো মহামারী  ও আমফান- কালবৈশাখীর মতো ঝড়ে সাধারণ মানুষ যখন বিপর্যস্ত | সেই সময়  মঙ্গলবার অমিত শাহের ভার্চুয়াল  ভাষণ |  যে ভাষণে গরিব খেটে খাওয়া মানুষ, পরিযায়ী শ্রমিক, বেকার, কাজ হারানো  যুবকদের জন্য কোনো কথা নেই ।  তাই যুবরা শ্লোগান তোলে — ভাষণ নয়, রেশন চাই। খেয়ে পরে বাঁচতে চাই। মানুষের সাথে মানুষের বিভেদের রাজনীতি বন্ধ করে মানুষকে বাঁচাও। সাম্প্রদায়িকতার বিষদাঁত ভেঙে দেবে বাংলার  মানুষ। এই ভাবেই বিজেপিকে  হুঁশিয়ারি দেয় যুবরা।

Related posts

পূর্ব বর্ধমানে আয়োজিত হয় অভিনব বন্ধুত্ব স্থাপনের উৎসব

E Zero Point

পূর্বস্থলী ২নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের যুব শক্তির আলোচনা সভা

E Zero Point

মালম্বা বাসস্ট্যান্ডে বাইক এবং লরির সংঘর্ষে গুরুতর জখম এক ব্যক্তি

E Zero Point

মতামত দিন