07/05/2025 : 1:40 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

স্বরাষ্ট্রমন্ত্রীর ভার্চুয়াল স্পিচের বিরুদ্ধে বিক্ষোভ কালনা শহরে

 আলেক শেখ, কালনা, ৯ জুনঃ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভার্চুয়াল স্পিচের বিরুদ্ধে মঙ্গলবার কালনা শহরে বিক্ষোভ দেখায় যুবরা | ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের কালনা শহর লোকাল কমিটির উদ্যোগে পোষ্ট অফিসের সামনে গলায় বিভিন্ন শ্লোগান লেখা পোষ্টার ঝুলিয়ে যুবরা শ্লোগান দেয় |  অভিযোগ করোনার মতো মহামারী  ও আমফান- কালবৈশাখীর মতো ঝড়ে সাধারণ মানুষ যখন বিপর্যস্ত | সেই সময়  মঙ্গলবার অমিত শাহের ভার্চুয়াল  ভাষণ |  যে ভাষণে গরিব খেটে খাওয়া মানুষ, পরিযায়ী শ্রমিক, বেকার, কাজ হারানো  যুবকদের জন্য কোনো কথা নেই ।  তাই যুবরা শ্লোগান তোলে — ভাষণ নয়, রেশন চাই। খেয়ে পরে বাঁচতে চাই। মানুষের সাথে মানুষের বিভেদের রাজনীতি বন্ধ করে মানুষকে বাঁচাও। সাম্প্রদায়িকতার বিষদাঁত ভেঙে দেবে বাংলার  মানুষ। এই ভাবেই বিজেপিকে  হুঁশিয়ারি দেয় যুবরা।

Related posts

মঙ্গলকোটের পুরাতনহাট গ্রামে মা মঙ্গলচন্ডীর পুজো

E Zero Point

মগরা খন্ডের আকনা অঞ্চলের হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে রক্তদান শিবির

E Zero Point

প্রথম বার ভোট দিতে গিয়ে ভোটের লাইনে মৃত্যু কিশোরের, সিআইএসএফ-এর গুলিতে শীতলকুচিতে গুলিতে মৃত ৪,

E Zero Point

মতামত দিন