আলেক শেখ, কালনা, ৯ই জুনঃ গনতান্ত্রিক যুব ফেডারেশনের প্রতিষ্ঠা দিবস মঙ্গলবার মর্যাদার সাথে পালন করা হয় কালনা শহর ও মন্তেশ্বরে | সংগঠনের কালনা শহর ও মন্তেশ্বর আঞ্চলিক কমিটির উদ্যোগে পতাকা উত্তোলন করা হয় । গভীর উদ্বেগ প্রকাশ করে যুব নেতৃত্ব বলেন– দেশের মানুষের বিকল্প আয়ের ব্যবস্থা নেই, পরিযায়ী শ্রমিকদের উপযুক্ত কোয়ারান্টাইন ব্যবস্থা নেই, শত শত শ্রমিককে কার্যত খুন করা হলো, করোনা প্রতিরোধে উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা নেই। চারিদিকে অসহায় মানুষের হাহাকার। মানুষের এই সংকটের সময় তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে | সরকার করোনা ও আম্ফূন মোকাবিলায় ব্যর্থতার সাক্ষ্য রেখেছে | ভগ্নপ্রায় চিকিৎসা পরিষেবা , পরিযায়ী শ্রমিকদের প্রতি অবহেলা, কোয়ারান্টাইন সেন্টারের অব্যবস্থা আজ চরম আকার ধারণ করেছে | এর বিরুদ্ধে লড়াই জোরদার করতে হবে |
পূর্ববর্তী পোস্ট
পরের পোস্ট