09/05/2025 : 6:45 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতা মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ২৩ জানুয়ারি ২০২১:


মেমারি ১ ব্লকের আলিপুর গ্রামে আজ উদ্বোধন হল আদিবাসী ভাষার জেলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা। গ্রামের সিধু কানু মঞ্চে আয়োজিত এই একাঙ্ক নাটক প্রতিযোগিতার মূল উদ্যোক্তা হলেন পূর্ব বর্ধমান জেলা অনগ্রসর সম্প্রদায় কল্যাণ বিভাগ এবং সহযোগিতায় মেমারি ১ পঞ্চায়েত সমিতি ও মেমারি ১ ব্লক। ২৩ থেকে ২৫ জানুয়ারি ৩ দিনে মোট ১২টি  আদিবাসী ভাষায় জেলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক মহঃ এনাউর রহমান, সভাধিপতি শম্পা ধারা, সহ-সভাপতি দেবু টুডু, মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস বেগম,কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, মহঃ ইসমাইল, বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক শুভময় ভট্টাচার্য, মেমারি ১ বিডিও ডঃ আলী মোহাম্মদ অলি উল্লাহ, জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ, প্রকল্প আধিকারিক শান্তনু বসু, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ-সভাপতি মোয়াজ্জেম, দুর্গাপুর অঞ্চল প্রধান, সহ অন্যান্য বিশিষ্টজন।

এছাড়াও আলিপুর গ্রামের মাজি বাবা বৈদ্যনাথ হাঁসদা, মোতিলাল মুর্মু, লব হেমব্রম সহ প্রমুখ আদিবাসী বিশিষ্ট ব্যক্তিত্বরা। সমগ্র অনু্ষ্ঠানটি সঞ্চালনা করেন মহাদেব টুডু।

 

 

Related posts

প্রাক্তন বিধায়কের উপস্থিতিতে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন ভাতারে

E Zero Point

স্পন্দনের উদ্যোগে করোনাকালে হোলি সচেতনতা

E Zero Point

ক্ষেতমজুর ইউনিয়ন পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ পাণ্ডুয়াতে

E Zero Point

মতামত দিন