05/05/2024 : 4:31 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

মালদা জেলা বইমেলার উদ্বোধন করলেন সাহিত্যিক আবুল বাশার

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ১৯ জানুয়ারি ২০২১:


শহরের যুব আবাস প্রাঙ্গনে ৩২ তম মালদা জেলা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হল। বিশিষ্ট সাহিত্যিক আবুল বাশার এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এছাড়াও অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজষী মিত্র, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল, রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, বিধায়িকা সাবিনা ইয়াসমিন, তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা।

বইমেলা সূত্রে জানা গেছে, ১৯ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ছয় দিন ধরে চলবে ৩২ তম মালদা জেলা বই মেলা।
গত দুই বছর ধরে বই মেলা অনুষ্ঠিত হয়েছিল মালদা শহরের সদরঘাট এলাকায়। তার আগে মেলা অনুষ্ঠিত হত মালদা কলেজ ময়দানে।
কিন্তু এবছর ৩২ তম মালদা জেলা বই মেলা অনুষ্ঠিত হচ্ছে মালদা শহরের রামকৃষ্ণ মিশন রোড যুব আবাস প্রাঙ্গণে। বই মেলায় মোট ১১০ টি স্টল রয়েছে। তারমধ্যে কলকাতার ৫০ টি বইয়ের স্টল, এছাড়া বাংলাদেশের বইয়ের স্টল রয়েছে মেলায়।

 

Related posts

বর্ধমানের ২৭ নং ওয়ার্ডে বৃষ্টির জেরে মাটির বাড়ি ধসে পড়ে

E Zero Point

জেলায় তৃণমূল কংগ্রেসে রদবদলঃ মেমারি শহর কমিটির সভাপতি স্বপন ঘোষাল

E Zero Point

সমবায় ব্যাঙ্কগুলিকে বন্ধ করার চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের

E Zero Point

মতামত দিন