02/05/2024 : 5:11 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

তৃণমূলের বিরুদ্ধে চাষ বন্ধ করে দেওয়ার অভিযোগ কালনায়

আলেক শেখ, কালনা, ২২ জুলাইঃ


তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ও তার দলবলের  বিরুদ্ধে এক কৃষকের মাঠের চাষ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠলো।  ওই কৃষক স্থানীয় গ্রাম পঞ্চায়েত  প্রধান ও থানায় লিখিত অভিযোগ করেও কোন সুরাহা হয়নি। ফলে পাশের জমির চাষ আবাদ হয়ে গেলেও কৃষকের জমি ফাঁকা  পড়ে আছে, বীজতলার বীজের বয়স বাড়ছে। পরে ওই বীজ রোপন করলেও তাতে ফসলের ফলন হবে না। ঘটনাটি ঘটেছে কালনা থানার বাঘনাপাড়া গ্রাম পঞ্চায়েতের কৈখালী গ্রামে। এই গ্রাম জনৈক কৃষক ইয়াসিন শেখ গ্রামের একটি পুকুরঘাট  নির্মাণকে কেন্দ্র করে কিছু গ্রামবাসীর সাথে  কলহে জড়িয়ে পড়েন।  সেই কলহ শেষ পর্যন্ত থানা ও আদালত পর্যন্ত গড়ায়।   তারপরেই ইয়াসিন শেখ মাঠে ধান রোপন করতে গেলে  বাধা পায়।  বাধা পেয়ে তিনি  গত ১৩ ই জুলাই স্থানীয় তৃণমূল পরিচালিত  বাঘনাপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধানের নিকট লিখিত অভিযোগ জানান।  তাতে তিনি পরিস্কার লেখেন– কৈখালী গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য বাদশা শেখ ও তার দলবল নিয়ে চাষ করতে বাধা দেন।  পরে  ১৭ ই জুলাই একই অভিযোগ লিখিতভাবে  জমা দেন কালনা থানাতেও।  তার পরেও এই  বিষয়ের কোন সমাধান হয়নি বলে অভিযোগ ইয়াসিন শেখের।  এই ব্যাপারে বাঘনাপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধানের দৃষ্টি আকর্ষণ করলে তিনি চাষ বন্ধের কথা স্বীকার করে নেন।  তিনি বলেন– আমি উল্লেখিত পঞ্চায়েত সদস্যকে বলেও কোন কাজ হয়নি। উনি আমার কোন কথা শুনতে চাননি।  অভিযুক্ত পঞ্চায়েত সদস্য বাদশা শেখও চাষ বন্ধ করার কথা অস্বীকার করেননি। তিনি বলেন– এটা এখন আমার হাতের বাইরে, সম্পুর্ন গ্রামের মানুষের সিদ্ধান্ত।  পুকুরঘাট নির্মাণকে কেন্দ্র করে কয়েকজন বহিরাগত দিয়ে গ্রামের মানুষকে মেরেছেন। তারই প্রতিবাদে এই সিদ্ধান্ত।

Related posts

কাটোয়ায় কৃষাণ-কেডিট কার্ড প্রদান শিবির

E Zero Point

এমপিএলঃ ক্রিকেট লাভারস ভাটপাড়া, সোনামুখী ক্রিকেট অ্যাকাডেমী সেমিফাইনালে

E Zero Point

জনরোষের মৃত্যুর ঘটনায় ৫ জন গ্রেফতার কালনায়

E Zero Point

মতামত দিন