25/04/2024 : 2:17 PM
কাটোয়াদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কাটোয়ায় কৃষাণ-কেডিট কার্ড প্রদান শিবির

রাহুল রায়, কাটোয়াঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, পশ্চিমবঙ্গ সমবায় দপ্তরের নির্দেশে দি বর্ধমান সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাং লিঃ ও পলসোনা সর্বোদয় সর্বার্থ সাধক কৃষি সমবায় সমিতি লিঃ-এর উদ্যোগে কৃষকদের কৃষাণ-কেডিট কার্ড দেওয়ার জন্য শিবির অনুষ্ঠিত হল কাটোয়া ২নং ব্লকের পলসোনা গ্ৰামে। এই শিবিরে পলসোনা এলাকার প্রায় ২৫০ জন কৃষকের নাম কৃষাণ-কেডিট কার্ডের জন্য অন্তর্ভুক্ত করা হয়। আজকের শিবিরে উপস্থিত ছিলেন কো-অপারেটিভ ব্যাংকের কো-অর্ডিনেটর,ব্যাংকের সুপার-ভাইজার এবং পলসোনা কৃষি সমবায় সমিতির পরিচালকমণ্ডলী।
সরকার ও পলসোনা কৃষি সমবায় সমিতির এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার কৃষকরা।

Related posts

নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের কর্মসূচী

E Zero Point

জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মুরগির বাচ্ছা বিতরণ

E Zero Point

মেমারিতে এস.এফ.আই.-এর পথ অবরোধ

E Zero Point

মতামত দিন