25/04/2024 : 7:10 AM
অন্যান্য

কাটোয়া ও অগ্ৰদ্বীপ রেল স্টেশনে তৃণমূলের অবস্থান বিক্ষোভ

রাহুল রায়,কাটোয়াঃ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাটোয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রেলের বেসরকারী করনের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হল। কাটোয়া রেল স্টেশনে। এই সভায় নেতৃত্বে দেয় পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এইদিন ‌তৃণমূলের যুব,ছাত্র মহিলা জয়হিন্দ বাহীনির সব শাখা সংগঠন এছাড়াও তৃণমূলের কর্মীবৃন্দ উপস্থিত হয়েছিলেন।

এছাড়াও অগ্ৰদ্বীপ রেল স্টেশনে অবস্থান বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন কাটোয়া ২নং ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি আব্বাস উদ্দীন মল্লিক,ব্লক মহিলা তৃণমূল নেত্রী জয়া মজুমদার শ্রীবাটী অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি কোরবান মিদ্দা,সিঙ্গি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি রফিকুল ইসলাম,গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জাফর আলী‌ সেখ সহ তৃণমূলের কর্মীবৃন্দ।

Related posts

করোনা দ্বিতীয় সুযোগ দেবে নাঃ পার্থসারথী তাপস

E Zero Point

কেন্দ্র সরকার লকডাউনের জন্য আটকে পড়া পরিযায়ী শ্রমিক ও অন্যান্যদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াতের অনুমতি দিল

E Zero Point

কুলগড়িয়া গার্লস হাই মাদ্রাসায় অভিভাবকদেরকে ত্রাণ সহযোগিতা

E Zero Point

মতামত দিন