27/04/2024 : 5:33 AM
আমার বাংলাকাটোয়াদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

স্বামী ও শ্বশুর বাড়ির লোকেদের দ্বারা আক্রান্ত এক গৃহবধূ কাটোয়াতে

স্টাফ রিপোর্টার, কাটোয়া : এক গৃহবধূর উপর শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ উঠলো স্বামী সহ শ্বশুরবাড়ির বাকি সদস্যদের বিরুদ্ধে | নির্যাতিতা গৃহবধূর নাম প্রিয়াঙ্কা দে | কাটোয়া ২ নম্বর ব্লকের পলশন গ্রামে প্রিয়াঙ্কার বাপের বাড়ি | ২০১৪ সালে ওই একই গ্রামের ছেলে মৃন্ময় দের সাথে ভালোবাসা করে বিয়ে হয় প্রিয়াঙ্কার | প্রিয়াঙ্কার বাবা বিজয় দত্ত এই সম্পর্ক মেনে নিলেও মৃন্ময়ের বাড়ির লোক প্রথম থেকেই প্রিয়াঙ্কাকে গৃহবধূ হিসেবে মেনে নিতে চায়নি | এরপর বিয়ের এক বছর যেতে না যেতেই পণের দাবিতে তার উপর অত্যাচার শুরু করে স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজন |
মৃন্ময় দিল্লিতে একটি বেসরকারী প্রতিষ্ঠান কর্মরত ছিল সেখানে প্রিয়াঙ্কা ও সাড়ে তিন বছরের শিশু সন্তানকে নিয়ে থাকতো | কিছুদিন যেতে না যেতেই মৃন্ময় পাঠিয়ে দিত প্রিয়াঙ্কার বাবার বাড়িতে | কিছুদিন থাকার পর প্রিয়াঙ্কা আবার দিল্লি ফিরে যেত |
এরপর লকডাউনে মৃন্ময় নিজের বাড়িতে এলে, প্রিয়াঙ্কার উপর অত্যাচারের মাত্রা বেড়ে যায় | প্রিয়াঙ্কার অভিযোগ, লকডাউন এরপর থেকে প্রায় প্রত্যেক দিন তার উপর স্বামী সহ শ্বশুরবাড়ির বাকী সদস্যরা মানসিক ও শারীরিক অত্যাচার করেই চলেছে | এমনকি তার দেওর পর্যন্ত তার গায়ে হাত তোলার অভিযোগ করেছে পিয়াংকা | তিনি আরো অভিযোগ করছেন যে, গতকাল রাতে তার ওপর অত্যাচারের মাত্রা বেড়ে যায় | তাকে এমন ভাবে মারা হয় যে তার শরীরের কালশিটে দাগ পড়েছে | তাকে গলা টিপে মেরে ফেলার চেষ্টার অভিযোগ করেছে শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে | তাকে বলা হয়, শিশু পুত্রকে রেখে সে যেন বাপের বাড়ি চলে যায় | কিন্তু অত্যাচারের মাত্রা সহ্য করতে না পেরে আজ সকালে প্রিয়াঙ্কা তার শিশু সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে আসে |
এখন অত্যাচারী গৃহবধূ ছোট্ট শিশু সন্তানের মুখের দিকে তাকিয়ে চাইছে প্রশাসনের মধ্যস্থতায় বিষয়টি নিষ্পত্তি হোক |

Related posts

তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান মেখলিগঞ্জে

E Zero Point

আলুগাছে লেগেছে ‘ধসা’, চিন্তিত পূর্ব বর্ধমানের চাষীরা

E Zero Point

ক্যান্সার আক্রান্ত রোগীর পরিবারের পাশে স্বপ্ন ফাউন্ডেশন

E Zero Point

মতামত দিন