06/05/2025 : 11:10 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতারে একদিনের আদিবাসী ফুটবল টুর্নামেন্ট

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ১৪ অক্টোবর, ২০২০:


গতকাল ভাতারের ঝুজকাডাঙ্গায় আদিবাসী পাড়ার মেনাডাঙ্গা সাধুরাম চাঁদ গাঁওতা ক্লাবের উদ্যোগে এক দিবসীয় ফুটবল টুর্নামেন্ট। ১৬ টি দল অংশগ্রহণ করেছে আজকের এই খেলায়। ফাইনালে জয়ী ও বিজয়ী টিম কে আর্থিক পুরস্কারসহ ট্রফি দেয়া হবে ক্লাবের পক্ষ থেকে। প্রায় শতাধিক বছর ধরে ফুটবল টুর্নামেন্ট করে আসছে এই ক্লাব। খেলা দেখতে পুরুষ ও মহিলা ভিড় জমান খেলার মাঠে।

ক্লাবের সম্পাদক মঙ্গল মুর্মু জানান, বহু দিন ধরে আমাদের এই ফুটবল টুর্নামেন্ট হয়ে।বর্তমানে রাজ্য সরকার আমাদের ক্লাবকে আর্থিক সাহায্য দেওয়ায় এখন ভালোভাবে ফুটবল টুর্নামেন্ট করতে পারছি।
আজ ১৬ টি দলের খেলা এই খেলাটি হচ্ছে আমাদের নিজস্ব খেলার মাঠে।

Related posts

পূর্ব বর্ধমানে আজ করোনায় ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৫৩

E Zero Point

অজ্ঞাত পরিচয় অর্ধনগ্ন দেহ উদ্ধার মেমারিতে

E Zero Point

আইপিএলের ধাঁচে মেমারিতে শুরু হবে বিসিপিএল

E Zero Point

মতামত দিন