03/10/2022 : 8:13 PM
BREAKING NEWS
আমার বাংলাদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

জেনে নিন- কোন কলেজে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর কোর্স চালু হলো

জিরো পয়েন্ট নিউজ মোঃ ইজাজ আহামেদ, মুর্শিদাবাদ, ২৪ সেপ্টেম্বর ২০২১:


২১ শে সেপ্টেম্বর অরঙ্গাবাদের ডি এন সি কলেজে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর কোর্স চালু হয়। বেশ কয়েক বছর ধরে এই বিষয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল জনমানুষের মধ্যে। অবশেষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ঈশান আলির আন্তরিক প্রচেষ্টায় গত পরশু দিন এই কোর্সের পথ চলা শুরু হলো। তিনি ইতিমধ্যে বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়িত করেছেন, যেমন-এন.সি.সি, জনসাধারণের জন্য ২ টাকায় ১ লিটার ওয়াটার এটিএম ব্যাবস্থা।

এই বাস্তবায়নে এলাকায় ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য পাশের জিয়াগঞ্জ কলেজ, জঙ্গিপুর কলেজ এবং ফারাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজে এলাকার ছাত্রছাত্রীদের স্নাতকোত্তর করতে যেতে হতো। তাই এই কোর্স চালু হওয়ায় অভিভাবকগণও খুব খুশি। যে বিষয়গুলি চালু হয়েছে সেগুলি হলো-বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, গণিতশাস্ত্র, বি.লিস, এম.লিস। ভর্তির বিষয়ে বিস্তারিত জানা যাবে কলেজের ওয়েবসাইটে-dnccolege.ac.inRelated posts

অন্নদাতারই অন্নসংস্থানের অভাব- উত্তর দিনাজপুরে ক্ষতির মুখে চাষীরা

E Zero Point

সরগ্রামে “দুয়ারে সরকার” প্রকল্পেরক্যাম্প পরিদর্শনে বিশমীক দাস

E Zero Point

কোজাগরী লক্ষীপূজায় সপ্তপুরীর খাদ্য বিতরণ কর্মসূচি

E Zero Point

মতামত দিন