জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ১৪ অক্টোবর, ২০২০:
নাদনঘাট থানার সাকরা গ্রামে আদিবাসী মহিলাকে ধর্ষণের ঘটনায় আদিবাসী মহিলার পরিবারের পাশে গিয়ে দাঁড়ালেন তৃণমূলের মুখপাত্র দেবু টুডু। এ দিন আদিবাসী পরিবারটির সাথে দেখা করার পর পরিবারকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস এবং দোষীদের শাস্তি দেওয়া হবে এই আশ্বাস দেন নির্যাতিতার পরিবারকে। দেবু টুডু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির নাম না করে বিজেপিকে কটাক্ষ করে বলেন, এক শ্রেণীর রাজনৈতিক দল পশ্চিমবঙ্গতে উত্তরপ্রদেশ এবং বিহারের কালচারকে এই জায়গায় আনতে চাইছেন। এই বলে তিনি কটাক্ষ করেন। পাশাপাশি তিনি জানান নির্যাতিতা পরিবারের পাশে তৃণমূল সরকার সদা সর্বদা রয়েছেন। ইতিমধ্যেই একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে নাদনঘাট থানা পুলিশ। বাঙালির কালচারকে নষ্ট করার চিন্তা এক প্রকার রাজনৈতিক দলের আর সেই কারণেই এই ঘটনা ঘটেছে।