18/05/2024 : 10:21 AM
আমার বাংলা

আজকের আবহাওয়াঃ রাজ্যে আবার তাপপ্রবাহের পরিস্থিতি ফিরছে

জিরো পয়েন্ট বিশেষ সংবাদদাতা, ২৩ এপ্রিল ২০২৪ :


আরও গরম বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। বুধবার থেকে চড়বে পারদ। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার পাশাপাশি কলকাতাতেও তাপপ্রবাহের পরিস্থিতি ফিরছে।

মঙ্গলবারও আকাশে মেঘের দেখা মিলবে। তাতে কিছুটা স্বস্তি মনে হতে পারে। তবে তা ক্ষণিকের। কলকাতা ও হাওড়া এই দু’দিন গরম থেকে কিছুটা স্বস্তি পাবে। তবে উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম বর্ধমান জেলায় চড়া সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার চরম তাপপ্রবাহের সতর্কবার্তা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম জেলায়। কলকাতা-সহ বাকি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। অন্যদিকে বৃহস্পতিবার ও শুক্রবার চরম তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, বাঁকুড়া, বীরভূমের জন্য।

Related posts

খুনের মামলায় বিজেপি নেতার ফাঁসির দাবিতে বনগাঁ কোর্টে বিক্ষোভ

E Zero Point

ভ্রমণঃ ঘুরে আসুন মঙ্গলকোটের কোগ্রামে

E Zero Point

শিক্ষক দিবসে রক্তদান শিবির তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির

E Zero Point

মতামত দিন