11/12/2024 : 9:44 AM
অন্যান্য

রাজ্যে মোট সংক্রমিত ২৭৬! ২৪ ঘণ্টায় সংক্রমিত ২৪ জন কিন্তু কেন্দ্রীয় তথ্যে ৩১০ জন সংক্রমণ রাজ্যে 

বিশেষ প্রতিনিধি, কলকাতাঃ আরও অন্তত ২৪ জন রাজ্যে সংক্রমিত। রবিবার জানালেন স্বাস্থ্য দফতরের এক কর্তা। তবে নতুন করে মৃত্যুর খবর নেই। সংক্রমণের জেরে রাজ্যে মোট মৃত ১২। এদিন জানা গিয়েছে স্বাস্থ্য দফতর সুত্রে। রবিবার পর্যন্ত ১৯৮টি সক্রিয় সংক্রমণ। ৬৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মেডিক্যাল বুলেটিনেএই পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে। সেই বুলেটিনে বলা, গত ২৪ ঘণ্টায় ৪১৫ জনের নমুনা সংগ্রহ হয়েছে। রাজ্যে মোট ২৭৬ জন সংক্রমিত। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্যে উল্লেখ ৩১০ জন সংক্রমণ রাজ্যে।

Related posts

লকডাউনে অন্ন সামগ্রী দান মেমারি উপ-পৌরপ্রধানের

E Zero Point

২২ শে মার্চ ‘জনতা কার্ফু’ সকাল ৭ থেকে রাত ৯টা পর্যন্ত : প্রধানমন্ত্রী

E Zero Point

কবিতা

E Zero Point

মতামত দিন