29/09/2023 : 12:29 PM
অন্যান্য

প্রত্যেক জেলায় নোডাল অফিসার নিয়োগ করলেন, করোনা পরিস্থিতির মোকাবিলা নজরদারি করতে

বিশেষ প্রতিনিধি, কলকাতাঃ রাজ্যের জেলাগুলিতে কিভাবে কাজ করছে প্রশাসন, তা নজরদারি করার জন্য নোডাল অফিসার নিয়োগ করল রাজ্য সরকার। মোট ১২ জন নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। তাঁদের প্রত্যেকের দায়িত্ব থাকবে এক বা একাধিক জেলায়। রাজ্য সরকার এই বিষয়ে ইতিমধ্যে তালিকা প্রকাশ করে দিয়েছে। প্রত্যেক অফিসারকে তাঁদের নিজেদের জেলা পরিদর্শনে যেতে বলা হয়েছে। এই আধিকারিকরা জেলা প্রশাসনকে সহায়তা করবেন। জেলায় জেলায় কোনগুলি হাইরিস্ক জোন সেগুলি চিহ্নিত করা হবে। সেইসব জায়গাগুলিতে লকডাউন মানার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় অযথা যাতে আতঙ্ক না ছড়ায় এবং স্থানীয় বাজারগুলিতে যাতে ভিড় না হয় সেদিকেও নোডাল আধিকারিকরা নজর রাখবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়াকে ইতিমধ্যেই অতি স্পর্শকাতর এলাকা বলে ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে আগামী ১৪ দিনের মধ্যে হাওড়াকে গ্রিন জোনের মধ্যে আনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি উত্তর ২৪ পরগনাকেও রেড জোন থেকে দ্রুত অরেঞ্জ জোনে আনতে হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। আসানসোল ইতিমধ্যেই অরেঞ্জ জোনে চলে এসেছে।

Related posts

মেমারি পৌরসভা থেকে ৪০৭ জনকে জি.আর. চাল বিতরণ

E Zero Point

পূর্ব বর্ধমানে মদের দোকান সিল করলেন বিধায়ক নিশীথ মালিক

E Zero Point

কলকাতায় বুদ্ধ বিহারে প্রার্থনা, করোনা ভাইরাস মুক্ত পৃথিবী ফিরে আসুক দ্রুত

E Zero Point

মতামত দিন