কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-১৩
“কুইজের খোঁজ খবর” ও ” কুইজ প্রতিযোগিতা” -প্রতিদিন কিছু বিষয়ে কুইজের খোঁজ খবর দেবো আমরা ও তার সাথে থাকবে একটি প্রশ্ন। যার উত্তর আমাদের ওয়াটসঅ্যাপ 7797331771 নাম্বারে পাঠাতে হবে।
আমরা প্রতিদিন এবার থেকে দুপুর ১২টায় পোষ্ট করব এবং আপনাকে রাত ১২টার মধ্যে উত্তর দিতে হবে।
নিয়মাবলীঃ
১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিনের প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ১২টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে
ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি
ওয়াটসঅ্যাপ 7797331771
আজ গত সপ্তাহের বিজয়ী সুব্রত মজুমদার কে শুভেচ্ছা স্বরুপ ১০১ টাকা পাঠানো হল।
কুইজ প্রতিযোগিতা-১২- উত্তর
প্রশ্নঃ কোন বিখ্যাত গ্রামোফোন কোম্পানিতে নজরুল ১৯২৮ থেকে ১৯৩২ সাল অব্দি সঙ্গীত লেখক, সুরকার ও সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেন?
উত্তরঃ – HMV
সঠিক উত্তরদাতা
সকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। পেজটি আপনার টাইমলাইনে শেয়ার করুন ও আমাদের ফেসবুক পেজ Zero Point- জিরো পয়েন্ট লাইক করুন।
কুইজের খোঁজ খবর-১৩
২০১৪ সালে আজকের দিনে নরেন্দ্র দামোদরদাস মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। তিনিই ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি স্বাধীন ভারতে জন্মগ্রহণ করেছেন। তিনি এই পদে আসীন হওয়া ১৫ তম ব্যক্তি। পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের এই সর্ব্বোচ্চ প্রশাসনিক পদটির জন্য দেশব্যাপী মোট ১৭ বার সাধারণ নির্বাচন হয়েছে।
আজকের বিষয়ঃ ভারতবর্ষের প্রধানমন্ত্রী
১। সবথেকে বেশি সময়কাল ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জহরলাল নেহেরু, ১৬ বছর ২৮৬ দিন। সবথেকে কম দিন প্রধানমন্ত্রীত্ব করেছেন কে?
– চরণ সিং, ১৭০ দিন
২। ভারতের প্রথম পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ও Operation Blue Star কোন প্রধানমন্ত্রীর আমলে ঘটে?
– ভারতের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির আমলে
৩। ভারতের প্রথম অ-কংগ্রেসী প্রধানমন্ত্রী কে?
– মোরারজী দেশাই, জনতা পার্টি।
৪। ভারতের সবথেকে বেশি বয়সে হওয়া প্রধানমন্ত্রী মোরারজী দেশাই, ৮১ বছর ২৩ দিনে। সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী কে?
– রাজীব গান্ধী, ৪০ বছর ৭২ দিনে।
৫। ভারতের ইতিহাসে একজনই দু’বার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী (acting Prime minister) হয়েছেন, যথাক্রমে জহরলাল নেহেরু ও লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর। তিনি কে?
– গুলজারি লাল নন্দ
৬। ভারতের লোকসভা নির্বাচনের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের এককভাবে ৪০০-র বেশি সীট পেয়ে প্রধানমন্ত্রীর পদ দখল করার নজির একবারই আছে। কোন রাজনৈতিক দলের এই নজির আছে এবং কে প্রধানমন্ত্রী হন?
– ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে রাজীব গান্ধী, ১৯৮৪ সালে
৭। ১৯৯১ সালের সাধারণ নির্বাচনে ভারতবর্ষ পেল প্রথম দক্ষিণ ভারতীয় প্রধানমন্ত্রী যিনি নেহেরু-গান্ধী পরিবারের বাইরের কেউ হয়েও প্রথমবারের জন্য প্রধানমন্ত্রীত্বের পাঁচ বছরের মেয়াদ সম্পূর্ণ করেছিলেন। তিনি কে?
– পি. ভি. নরসিংহ রাও
৮। পাকিস্তানের সাথে কারগিল যুদ্ধের সময় যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন তিনি পাঁচ বছরের মেয়াদ সম্পূর্ণ করা ভারতের প্রথম অ-কংগ্রেসী প্রধানমন্ত্রী। তিনি কে?
– অটল বিহারি বাজপেয়ী
৯। ভারতবর্ষের একজনই প্রধানমন্ত্রী ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’ ও পাকিস্তানের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘নিশান-ই-পাকিস্তান’ পেয়েছেন, তিনি কে?
– মোরারজী দেশাই
১০। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সরকারি বাসস্থান ও কর্মস্থান কোথায়?
– ৭, লোক কল্যাণ মার্গ, অতীতে ৭, রেস কোর্স রোড
কুইজ প্রতিযোগিতা-১৩
পাঠকের জন্য প্রশ্নঃ
সংবিধানের নির্দিষ্ট কোন ধারাটি প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের নিয়োগ সম্পর্কিত?
সঞ্চালকঃ অপূর্ব কুমার সু