কন্নর টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মেবিনা মিখাইল গত মঙ্গলবার পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন। তার এই অকাল প্রয়াণে শোকের ছায়া কন্নর টেলিজগতে ৷ মাত্র ২২ বছরের মেবিনা জনপ্রিয় টিভি শো-র প্যাতে হুডুগির হাল্লি লাইফ -র বিজয়িনী ছিলেন ৷
সংবাদ সূত্র জানা যায় যে, মেবিনা নিজের বন্ধুদের সঙ্গে নিজের বাড়ি ফেরার পথে তার গাড়ি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা মারে নাগমঙ্গলা তালুকের দেবীহল্লীতে, সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ মেবিনের এই অকাল মৃত্যুর খবর পেয়ে শোকস্তব্ধ মেবিনার গোটা পরিবার ও পুরো কন্নর ইন্ডাস্ট্রি।