28/05/2023 : 6:50 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

পরিবেশ দিবস উপলক্ষে ভাতার থানা ও নিত্যানান্দপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বৃক্ষরোপণ

আমিরুল ইসলামঃ পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অনুপ কুমার ব্যানার্জি ও নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে তারাপদ চৌধুরী বিদ্যানিকেতনে পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করা হলো।

উপস্থিত ছিলেন ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রণব কুমার ব্যানার্জি, বিশিষ্ট সমাজসেবী শেখ নুর আলম, হাই স্কুলের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলী ও গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য।

গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলী জানান, বর্তমানে পরিবেশকে সুস্থ রাখতে গেলে সবুজ উন্নয়ন করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী এর জন্য অনেক গুলি প্রকল্প বের করেছেন‌। পাশাপাশি পঞ্চায়েতের পক্ষ বৃক্ষ পাট্টার মাধ্যমে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে গাছ। আজ পরিবেশ দিবস কে স্মরণ করার জন্য ভাতার থানা ও নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় মঞ্জুলা হাইস্কুলে লাগানো হলো দশটি গাছ।

Related posts

অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা মেমারিতে

E Zero Point

খুঁটি পূজোর মধ্য দিয়ে শুরু হল দুর্গাপূজার প্রস্তুতি

E Zero Point

পার্ক সার্কাস ময়দানে উদ্বোধন হয়ে গেল ‘মিলন উৎসব ২০২১’-র

E Zero Point

মতামত দিন