25/04/2024 : 4:08 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

মঙ্গলকোটে বিজেপির গৃহ সম্পর্ক অভিযান ও ত্রাণ বিলি

পরাগজ্যোতি ঘোষ, মঙ্গলকোট: এগিয়ে আসছে বিধানসভা ভোট আর একুশের এই বিধানসভা ভোট কে মাথায় রেখেই মঙ্গলকোটের ৪৯ নম্বর জেলা পরিষদের বিজেপি কর্মীরা মাঠে নেমে পড়েছে। গতকাল বিজেপির কিষান মোর্চার রাজ্য সহ-সভাপতি বুদ্ধদেব মন্ডল এর নেতৃত্বে চান অঞ্চলের বিভিন্ন গ্রামে একাধিক ইস্যুকে কেন্দ্র করে বাড়ি বাড়ি যান বিজেপির আঞ্চলিক নেতারা। তাদের মধ্যে ৪৯ নম্বর জেলা পরিষদের সভাপতি সমীর দাস, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ লাগা প্রমুখ ছিলেন। প্রত্যেকেই গৃহ সম্পর্ক অভিযানে নিজে নিজের বুথে প্রচার পত্র প্রদান করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রিপল প্রদান করেন। সম্প্রতি রামনগর গ্রামে ঘটে গেছে বিজেপি তৃণমূলের সংঘর্ষ। গুরুতর আহত হন বিজেপি নেতা কার্তিক বাগ। এই অবস্থায় দলকে চাঙ্গা করার উদ্দেশ্যে স্থানীয় বিজেপি নেতৃত্ব বাড়ি বাড়ি ঘুরে প্রচার চালাচ্ছেন বলে জানান বিজেপির নেতা প্রসেনজিৎ। তিনি বলেন করোনা পরিস্থিতি থেকে শুরু করে আমফান সর্বক্ষেত্রেই বর্তমান রাজ্য সরকারের ভূমিকা প্রশ্নের মুখে রয়েছে। অথচ তারা যখন কোন জায়গায় মানুষের খবর নিতে উদ্যোগ নিচ্ছেন তখন রাজ্যের বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছেন রাজ্যের শাসক শ্রেণীর গুন্ডাদের হাতে । কিন্তু এভাবে তাদের আটকানো যাবেনা। গত লোকসভা ভোটের অধিকাংশ বুথে ছিল বিজেপির জয়জয়কার। আগামী বিধানসভায় মঙ্গলকোট বিধানসভা তাদের দখলে আসবে বলে আশাবাদী বিজেপি নেতা প্রসেনজিৎ।

Related posts

নাড়া পোড়াতে গিয়ে চাষীর মর্মান্তিক মৃত্যু মেমারিতেঃ প্রচার হলেও চাষীরা সচেতন কেন নয়? প্রশাসনের ভূমিকা কি?

E Zero Point

কালনা-পূর্বস্থলীতে স্বাধীনতা দিবস পালন

E Zero Point

সাংবাদিকদের পাশে বর্ধমান জেলা প্রেস ক্লাব

E Zero Point

মতামত দিন