জিরো পয়েন্ট নিউজ – সুমন চক্রবর্তী, রিষড়া, ৪ অগস্ট ২০২০:
অন্যান্য বছরের তুলনায় এবারের রাখীবন্ধন সম্পুর্ন আলাদা। করোনার আবহে ভাই ও বোনের এই বন্ধনের দিন টাও কোনোমতে পালিত হচ্ছে। হুগলী জেলার বিভিন্ন প্রান্তেও আজ অনুষ্ঠিত হচ্ছে এই রাখীবন্ধন উৎসব।এমনই এক অভিনব রাখীবন্ধন উত্সব পালন করলো রিষড়া থানা।
ভাই ও বোনের বন্ধনের মাঝেও চলে এলো মাস্ক। অর্থাৎ মাক্সের অনুকরণে রাখি পড়ালো রিষড়া থানা।
বন্ধন দৃড় হলো বাক্স রাখীর মাধ্যমে। চন্দননগর কমিশনারেটের ডি সি পি ২ ঈশানী পাল। এদিন পথচলতি মানুষ থেকে সহকর্মী, সবাইকে রাখি পড়ান তিনি।করোনার আবহেই বন্ধন দৃড় করতে মাস্ক ও চকলেট উপহার হিসেবে পেলো ভাইয়েরা।