09/12/2023 : 1:30 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গনদীয়া

দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শিমুরালীতে

স্টাফ রিপোর্টারঃ দুঃসাহসিক এক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শিমুরালীতে। স্থানীয় সুত্রে জানাগেছে গতকাল রাত ১০ টার সময় নদিয়ার শিমুরালী চাদুরিয়া ১ নং গ্রাম পঞ্চায়েতের বাদামতলার কাছে কালীতলায় সন্দীপ নাথের বাড়িতে ৫-৬ জনের এক সশস্ত্র দুঃস্কৃতীদল ওই বাড়িতে ঢুকে তান্ডব চালায়।দুঃস্কৃতীরা তান্ডব চালানোর সময় বাড়িতে ছিলেন না সন্দীপ বাবু।তিনি ভারতীয় নৌবাহিনীর একজন প্রাক্তন সেনা কর্মী।অবসর হবার পর তিনি কলকাতায় একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন।গতকাল রাতে তিনি তার স্ত্রী সন্দীপা নাথ বাড়িতে ডাকাতি হবার পর ফোন করে জানান।খবর পেয়ে তিনি তড়িঘড়ি চলে আসেন।ডাকাতি হবার সময় বাড়িতে ছিলেন সন্দীপ বাবুর মা, স্ত্রী ও তার কন্যা।দুঃস্কৃতীরা তাদের ঘরে ঢুকে মুখ বেধে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে আলমারী খুলে নগদ প্রায় ১৫ হাজার টাকা সোনার অলংকার সহ সবকিছু নিয়ে চম্পট দেয় ডাকাতদল।এই ঘটনায় রাতেই বাড়িতে ফিরে সন্দীপ বাবু চাকদা থানায় খবর দেয়।পুলিশ এসে সারারাত ধরে ওই এলাকায় টহল দেয়।বেশকিছু দিন ধরে দুঃস্কৃতীদের দৌরাত্ম বেড়েই চলেছে।এই ঘটনায় এলাকার মানুষ ভিতসন্ত্রত।পুলিশে অভিযোগ দায়ের করবে বলে জানান প্রাক্তন ওই সেনা কর্মী সন্দীপ নাথ।

 

Related posts

পথশ্রী-অভিযান প্রকল্পের রাস্তা শিলান্যাস মেমারি বিধায়িকার

E Zero Point

বর্ধমানে উদ্ধার হলো দুটি তাজা বোমা

E Zero Point

সাতসকালে যাত্রীবোঝাই বাস নেমে গেল নয়ানজুলিতে, আহত ৫

E Zero Point

মতামত দিন