01/12/2023 : 9:53 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমানমেমারি

গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক মেমারির দেবীপুরের যুবক

সত্যনারায়ন সিকদারঃ গত ২৭ জুন শনিবার গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক যুবক | ঘটনাটি ঘটেছে মেমারি ১ নম্বর ব্লক এর দেবীপুর পঞ্চায়েতের কালিতলা গ্রামে | মৃতের পরিবার সূত্রে জানা যায় যে, মৃত ওই যুবকের নাম রঞ্জিত মূর্মু(২২)| শনিবার সকালে তার বাড়িতে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায় তারই এক বন্ধু | এরপর সে তার বাবা এবং প্রতিবেশীদের খবর দিলে তারা এসে মৃতদেহটিকে নামিয়ে খবর দেয় মেমারি থানায় |


মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে মেমারি থানায় নিয়ে যায় | পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে | তবে খুন না আত্মহত্যা তার তদন্তে নেমেছে মেমারি থানার পুলিশ |
এই যুবকের মৃত্যুতে গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া |

Related posts

বৃক্ষরোপন কর্মসূচী হুগলীতে

E Zero Point

মেমারিতে ফুটবল খেলার উদ্বোধন

E Zero Point

ব্যবহৃত পিপিই কিট পরে থাকায় আতঙ্ক ছড়ালো তারকেশ্বর বাস স্ট্যান্ডে

E Zero Point

মতামত দিন