27/04/2024 : 5:16 AM
আমার বাংলাকলকাতা

করোনার বিক্ষিপ্ত গোষ্ঠী সংক্রমণ শুরু, সপ্তাহে দু’ দিন করে রাজ‍্যে সম্পূর্ণ লকডাউন

বিশেষ সংবাদদাতা, কলকাতা, ২০ জুলাই:


করোনা তার মারাত্মক রুপ দেখাতে শুরু করেছে। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান যে, রাজ্যের কিছু কিছু জায়গায় স্থানীয় ভাবে করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। আর সেই কারণেই তার শৃঙ্খল ভাঙতে এখন রাজ্যে সপ্তাহে দু’ দিন সম্পূর্ণ লকডাউন থাকবে। আমলা, বিশেষজ্ঞদের কমিটি আলোচনা করার পর মনে করছে, সংক্রমণের শৃঙ্খল ভাঙতে এই লকডাউন জরুরি।

তিনি আরো জানান, এই দু’ দিন অফিস, কাছারি কিচ্ছু খুলবে না। কোনো পরিবহণ চলবে না। চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার রাজ্যে কড়া লকডাউন হবে। আগামী সপ্তাহের একটি দিন হল বুধবার। অন্য একটি দিন কবে তা পরে ঘোষণা হবে।

তবে কনটেনমেন্ট জোনে যেমন পুরো লকডাউন চলছে তেমন চলবে। প্রতি সপ্তাহের শুরুতেই উচ্চ পর্যায়ের এই কমিটি বৈঠক করে সেই সপ্তাহে কোন দিন লকডাউন করা হবে তা সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করবে। অর্থাৎ প্রতি সপ্তাহে নির্দিষ্ট দু’ দিনে লকডাউন হবে এমন নয়।

লকডাউনের নির্দিষ্ট গাইডলাইন এখনও নবান্নের তরফে ঘোষণা না করা হলেও বিভিন্ন সূত্রের মতে, জরুরি পরিষেবা বাদে সব কিছুই বন্ধ থাকতে পারে এই সময়ে। এমনকি বাজার-দোকানও বন্ধ রাখা হতে পারে।

 

Related posts

মেমারি সম্মিলনীর রক্তদান শিবির

E Zero Point

গলসীতে স্বচ্ছতা অভিযান

E Zero Point

৫ টাকায় ভরপেট খাবার ! মেমারিতে শুরু হলো মা ক্যান্টিন

E Zero Point

মতামত দিন