26/04/2024 : 5:24 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

বিরোধী শিবির ছেড়ে শতাধিক সিপিএম-বিজেপি কর্মীর যোগদান তৃণমূলে

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, মেমারি, ১৯ সেপ্টেম্বর ২০২০:


লাগাতার বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত | ২১এর ভোটকে পাখির চোখ করে বিভিন্ন রাজনৈতিক দল গুলি নিজের নিজের ঘর গোছাতে ব্যস্ত |
যার ফলে রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে দল বদলের প্রবণতা দেখা যাচ্ছে | কেউ গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুলে আবার কেউ তৃণমূল ছেড়ে বিজেপির পতাকা কাঁধে তুলে নিচ্ছে |
আজ মন্তেশ্বর ব্লকের মাঝেরগ্ৰাম অঞ্চলে সিহিগ্ৰামে মঞ্চ থেকে প্রায় ১০০টি পরিবার সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন |

উল্লেখ‍্যযোগ‍্য এক সময় বামফ্রন্ট পরিচালিত পঞ্চায়েত প্রধান ছিলো গুরুপদ হেমরম | সিপিএম নিশ্চিহ্ন হয়ে যাবার পর দিদির এই বৃহৎ কর্মযজ্ঞে নিজেকে শামিল করার জন্য আজ তিনি তার দলবল নিয়ে ঘাসফুলে যোগদান করলেন |
তাঁদের হাতে দলের ঘাসফুল পতাকা তুলে দিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আহমেদ হোসেন সেখ ও ব্লক সভাপতি আজিজুল সেখ এছাড়াও এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সহা আর ও অনেকে |
আজকের অনুষ্ঠান থেকে ,ব্লক সভাপতি আজিজুল সেখ বলেন যে, বিরোধী শিবিরে লাগাতার ভাঙ্গন অব্যাহত | আগামী দিনে বহু মানুষ দিদির হাত কে আরো শক্তিশালী করতে তৃণমূলে যোগদান করবে |
এদিকে সদ্য তৃণমূলে যোগ দেওয়া গুরুপদ হেমরম কথায়, বাম আমলের ৩৪ বছরে বাংলার উন্নয়ন থমকে গিয়েছিল | তৃণমূল ক্ষমতায় আসার পর রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে যেমন স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষাব্যবস্থা সমাজের সর্বক্ষেত্রেই তৃণমূলের উন্নয়ন তা দেখে তিনি আপ্লুত | সুতরাং আজ তিনি তৃণমূলের পতাকা কাঁধে নিয়ে এই উন্নয়ন যজ্ঞে শামিল হয়ে মানুষের পাশে দাঁড়াতে চান |

Related posts

সিপিআইএম প্রার্থী সনৎ ব্যানার্জীর নির্বাচনী প্রচার মেমারিতে

E Zero Point

কবিগুরুর প্রয়াণদিবসে রক্তদান শিবির

E Zero Point

কৃষি বিলের বিরোধিতায় তৃণমূল কংগ্রেসের মিছিল মেমারিতে

E Zero Point

মতামত দিন