27/04/2024 : 10:30 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি থানা এলাকায় ১৬ জন করোনা পজিটিভ

নূর আহামেদ ও এম. কে. হিমু, মেমারি, ২০ জুলাই:


আজ সকাল থেকেই একের পর এক করোনা আক্রান্তের খবর আসতে শুরু করে। রাত ৮টা পর্যন্ত পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তর থেকে প্রাপ্ত সংবাদ অনুসারে মেমারি থানা এলাকায় ১৬ জন করোনা আক্রান্ত হলেন।

মেমারি পৌরসভার ১১ নং ওয়ার্ডের মায়েরকোল পাড়ার ইছাপুর সন্নিকটে এক ৪৬ বছর বয়সী ব‍্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তিনি সম্প্রতি বাংলাদেশ থেকে ফিরেছিলেন।

মেমারি ১ ব্লকের আজ ৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। সূত্রানুসারে জানা যায় যে, নিমো-২ পঞ্চায়েতের মহেশডাঙ্গা ক‍্যাম্প-৫ এর একটি ২ বছরের কন্যা শিশুর করোনা আক্রান্ত হয়েছে, শিশুটি মা-বাবার সাথে কিছু দিন।আগে মহারাষ্ট্র থেকে ফিরেছিল।

দেবীপুর গ্রাম পঞ্চায়েত অধীনস্থ নিশিড়গড় হাসপাতালে কর্মরত ও কালিতলা নিবাসী দুই মহিলা করোনা পজিটিভ হয়েছেন।

বাগিলা পঞ্চায়েতের কেষ্টপুরের ৪৫ বছরের মহিলা, ৩৫ বছরের পুরুষ ও ৩০ বছরের এক যুবক করোনা আক্রান্ত হলেন।

দলুইবাজার -২ পঞ্চায়েতে চাঁচাইতে একজন করোনা পজিটিভ হয়েছে।

অন্য দিকে মেমারি-২ ব্লকের কুচুট পঞ্চায়েতের করোনা আক্রান্ত হয়েছে কালেশ্বর গ্রামের ২৬ বছর বয়সী যুবক, হাওরা জেলার ধূলাগড় থেকে ফিরেছিল। চন্দ্রখালি গ্রামের ২৫ বছরের পরিযায়ী শ্রমিক গুজরাতের সুরত থেকে ফিরেছিল। নওহাটি নিবাসী ৩৩ বছরের পরিযায়ী শ্রমিক, ব‍্যাঙ্গোলর থেকে ফিরেছিল।

বিজুর গ্রাম পঞ্চায়েত অধীনস্থ গঙ্গেশ্বরগ্রামের ১০ বছরের কন্যার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।

নীলকুঠি গ্রামের ৩৩ বছরের পরিযায়ী শ্রমিক সম্প্রতি উত্তর প্রদেশ থেকে ফিরে করোনা পজিটিভ হয়েছে।

বড়পলাশন-১ মন্ডলগ্রামের ৩৬ বছরের এক পুরুষের করোনা পজিটিভ হয়েছে।

নবস্তা গ্রাম পঞ্চায়েতের বালিপুকুর পাড়ের ১ বছরের যুবনক করোনা আক্রান্ত, সম্প্রতি তামিলনাড়ু থেকে ফিরেছিল।

সাতগাছিয়া২ গ্রাম পঞ্চায়েতের বড়োয়া গ্রামের ২৮ বছরের যুবক করোনা আক্রান্ত।

মেমারি থানা থেকে সমস্ত করোনা আক্রান্ত স্থলগুলি ঘিরে ফেলা হয়েছে ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

Related posts

উচ্চ মাধ্যমিকে ‘ছাত্র বান্ধব’ মূল্যায়ন পদ্ধতিতে রেজাল্ট

E Zero Point

বেঙ্গল কেমিক্যালে চাকরি দেওয়ার নাম করে প্রতারনা

E Zero Point

মুর্শিদাবাদে ব্লাক ফাঙ্গাসের থাবা

E Zero Point

মতামত দিন