28/03/2024 : 7:48 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনা শহরে  দাবি ও সতর্কতা কর্মসূচি

আলেক শেখ, কালনা,  ২৯  জুলাইঃ


  সিপিআইএমের কালনা  শহর এরিয়া কমিটি ও সারা ভারত  গণতান্ত্রিক মহিলা সমিতির শহর আঞ্চলিক কমিটির উদ্যোগে পৃথকভাবে  বুধবার  দাবি  ও করোনা সতর্কতা দিবস পালিত হয়।   কালনা পৌরসভার ৪, ১২, এবং ১৬ নম্বর ওয়ার্ডের পর এদিন এদিন   সব রকম  স্বাস্থ্যবিধি মেনে   ২ নম্বর ১৪ নম্বর ওয়ার্ডে  জীবাণুমুক্ত স্প্রে এবং দাবি ও সতর্কতা পত্র বিলি করা হয়।  ২ নম্বর ওয়ার্ডের  কর্মসূচিতে  সক্রিয়ভাবে গ্রহণ করেন পার্টি নেতা অরুণাভ চক্রবর্তী,  রাধেশ্যাম দাস, মনোজ মুখার্জি, নাসির শেখ, নাজির শেখ, কাওসার দফাদার, সুমন নাগ প্রমুখ। ১৪ নম্বর ওয়ার্ডে ছিলেন–মহিলা নেত্রী জনা মুখার্জি, মিত্রা ঘোষ, মৃদুলা রায়, মনিপ্রভা ভাদুরী, সীমা নন্দী, খুকু আইচ প্রমুখ।    অরুনাভ চক্রবর্তী  ও জনা মুখার্জি বলেন –করোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকারের  ব্যর্থতা ছাড়াও পেট্রোল, ডিজেলের মূল্য বৃদ্ধি,  রেল, কয়লা ও অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণ করা হচ্ছে।  এতে পুঁজিপতিদের সুবিধা করে দিয়ে গরিব মানুষকে বেকায়দায়  ফেলে দেওয়া হচ্ছে।  তাই কোনভাবেই বেসরকারিকরন করা যাবে না।   অপরিকল্পিত লকডাউনে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।  তাই  ছয় মাসের জন্য মাসে প্রতিটি পরিবারকে ১০ কেজি খাদ্যশস্য,  আয়কর না দেওয়া পরিবারগুলোকে মাসে ৭৫০০ টাকা ভাতা,  তিন মাসের  বিদ্যুৎ বিল মুকুব করতে হবে।  অন্যদিকে পরিস্থিতি অনুযায়ী সব মানুষকে  করোনা মোকাবিলায় নিজেদেরই এগিয়ে আসতে  হবে।  তাই সবাইকে  স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব  বজায় রেখে চলতে হবে।

Related posts

খড়গ্রামে স্ত্রীর গলা কেটে খুন করল স্বামী

E Zero Point

কান্দি ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী সভা

E Zero Point

ইয়াস যুদ্ধে পূর্ব বর্ধমান মেরীনার্স, প্রকৃতির রোষাণলকে ৩ গোল দেওয়ার শপথ !

E Zero Point

মতামত দিন