25/04/2024 : 5:28 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বামপন্থী আন্দোলনের নেতা নিখিলানন্দ সর-এর জীবনাবসান

স্টাফ রিপোর্টার, বর্ধমান, ৩১ জুলাই:


আজ  সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান হয় দীর্ঘদিনের বামপন্থী আন্দোলনের নেতা নিখিলানন্দ সর-এর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪। বর্ধমান শহরের বাজেপ্রতাপপুরে বাড়িতেই থাকতেন। হঠাৎই রাতের দিকে অসুস্থতা অনুভব করেন তিনি। ভোরের দিকে তিনি মারা যান।
১৯৩৬ সালে জন্ম মঙ্গলকোটের নিগনে। ১৯৫৮ সাল হতেই বাম আন্দোলন ও জমির আন্দোলনে যুক্ত হন। কিছু বছর যবগ্রাম হাই স্কুলে শিক্ষকতা করেন। ৭০ দশকে আধা ফাসিস্ত সন্ত্রাসে আত্মগোপন করেছিলেন গুজরাটে। ১৯৬৯,১৯৭১,১৯৭৭,১৯৮২,১৯৮৭ সালে মঙ্গলকোট কেন্দ্রের বিধায়ক। ১৯৯৬ – ১৯৯৮ অবিভক্ত বর্ধমানের জেলা পরিষদের সভাধিপতি ছিলেন। ১৯৯৮ – ২০০৯ সাল পর্যন্ত বর্ধমান কেন্দ্র হতে লোকসভার সদস্য ছিলেন। তিনি সি পি আই (এম) অবিভক্ত বর্ধমান জেলার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন ১৯৮৬-২০০৮ সাল পর্যন্ত। বিগত কয়েক বছর খুবই অসুস্থ ছিলেন তিনি। দীর্ঘদিন ডায়াবেটিক রোগে ভুগছিলেন। নিখিলানন্দ সরের মৃত্যুতে শোক ও শ্রদ্ধা এবং পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক।

Related posts

রেকর্ড সংখ্যক আক্রান্ত ৪৪৮, করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল পূর্ব বর্ধমান

E Zero Point

বালিকা বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিঃ মেমারিতে বর্ণাঢ্য পদযাত্রা

E Zero Point

৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে

E Zero Point

মতামত দিন