23/04/2024 : 7:13 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

করোনা সচেতনা প্রচার, মাস্ক বিলি

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ১২ অগাস্ট ২০২০:


কালনা-২ এরিয়া কমিটি এলাকার যুব ,সিটু , কৃষক , মহিল প্রভৃতি  বাম  সংগঠনগুলোর উদ্যোগে বুধবার  করোনা সতর্কতা প্রচার অভিযান চালানো হয়।  কালনা-২ পঞ্চায়েত সমিতির  সাতগাছি গ্রাম পঞ্চায়েতের হাঁসপুকুর গ্রামের এই অভিযানে মাস্ক বিলি ও হাত স্যানিটাইজও করা হয়।  এই প্রচার অভিযান  কর্মসূচিতে  সক্রিয়ভাবে গ্রহণ করেন স্বপন ব্যানার্জি,  মহম্মদ শাহ, নবকুমার বাগ,  আজিজ শেখ,  জয়ন্ত  বিশ্বাস প্রমুখ।  প্রচারে তারা করোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকারের  ব্যর্থতার কথা তুলে ধরেন।   রাজ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হওয়ায়  স্বাস্থ্য পরিষেবায় ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে।   করোনা আক্রান্তরা  বেডের অভাবে হাসপাতালে ভর্তি হতে পারছেন না।   এ হাসপাতাল ও  হাসপাতাল ঘুরতে  ঘুরতে পথেই জীবন দিতে হচ্ছে।   তাই পরিস্থিতি অনুযায়ী সব মানুষকে  করোনা মোকাবিলায় নিজেদেরই এগিয়ে আসতে  হবে।  সবাইকে  স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব  বজায় রেখে চলতে হবে। তাঁরা আরো প্রচার করেন– মানুষের এই চরম দুঃসময়ে কেন্দ্র সরকার  পেট্রোল, ডিজেলের মূল্য বৃদ্ধি,  রেল, কয়লা ও অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণ করে দিচ্ছে।  এতে পুঁজিপতিদের সুবিধা হলেও গরিব মানুষ বেকায়দায়  পতিত হচ্ছেন।  তাই সর্ব স্তরের মানুষকে আওয়াজ  তুলতে হবে— কোনভাবেই বেসরকারিকরন করা যাবে না।   অপরিকল্পিত লকডাউনে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।  তাই  দাবি তুলতে হবে– ছয় মাসের জন্য মাসে প্রতিটি পরিবারকে ১০ কেজি খাদ্যশস্য,  আয়কর না দেওয়া পরিবারগুলোকে মাসে ৭৫০০ টাকা ভাতা,  ছয় মাসের  বিদ্যুৎ বিল মুকুব করতে হবে।

Related posts

কেডি সিং-এর ব্যক্তিগত বিমানে চেপেই ঘোরাঘুরি করতেন দিদিমণিঃ বিজেপি সাংসদ অর্জুন সিং

E Zero Point

এ বি টি এ বর্ধমান সদর দক্ষিণ মহকুমার ত্রিবার্ষিক সম্মেলন

E Zero Point

কাতারে আন্তর্জাতিক উৎসবে মালদার আম

E Zero Point

মতামত দিন