26/04/2024 : 6:43 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

স্বাধীনতা দিবসে ভিন্ন চিত্র দেখা গেল মন্তেশ্বর ব্লকের কুসুম গ্রাম বাজার এলাকায়

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, মন্তেশ্বর, ১৫ অগাস্ট ২০২০:


লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা | বিপ্লবীদের অদম্য ইচ্ছা শেষ পর্যন্ত ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট স্বাধীনতা লাভ করে ভারত বর্ষ |
ইংরেজ সরকারকে চিরতরে সরিয়ে দিয়ে সারা ভারতে উঠেছিল সেদিন তিরঙ্গা | সেই পতাকার সম্মান আমরা কতটা রাখি?
সারা দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপন | করোনা আবহের মধ্যে জাকজমক পূর্ণ না হলেও প্রত্যেক সরকারি কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের তরফ থেকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিনকে মর্যাদার সঙ্গে স্মরণ করা হয় |
কিন্তু কোন কোন জায়গায় জাতীয় পতাকার যেমন আমরা অসম্মান করে ফেলি | তেমনই অনেক জায়গায় মানুষের অজ্ঞতার অভাবে দেখা গেছে জাতীয় পতাকা উত্তোলনের কোন বালাই নেই |
সারা বাংলায় যখন জাতীয় পতাকা উত্তোলনে ব্যস্ত | ভিন্ন চিত্র দেখা গেল পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম বাজারে |
ব্লকের একটি ব্যস্ততম এবং বড় বাজার | এই বাজারে আজ ৭৪ তম স্বাধীনতা দিবসে বাজারে বাস স্ট‍্যান্ডে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা উড়তে দেখা গেলেও, কোন দোকানে রাস্তার চৌমাথায় জাতীয় দেখা মিললো না | হাজারো বীর শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল | সত্যি কি তাদের আমরা ভুলতে বসেছি ? ভুলতে বসেছি কি ১৫ই আগস্ট গুরুত্ব ? আজকের কুসুম গ্রাম বাজার বাসস্ট্যান্ডের ঘটনা হয়তো এরই সাক্ষী বহন করে |

Related posts

পূর্ব বর্ধমানে শিশু দিবসে সাইকেল নিয়ে রাস্তায় নামল শিশুরা

E Zero Point

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহা

E Zero Point

কাজের স্বীকৃতি পায়নি গ্রামীন সম্পদ কর্মীরা,

E Zero Point

মতামত দিন