24/04/2024 : 1:15 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

নদী ভাঙ্গনরোধের কাজ চলা অবস্থায় ভাঙ্গন

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, পূর্বস্থলী, ২৪ অগাস্ট ২০২০:


নদী ভাঙ্গনরোধের কাজ চলাকালীনই সেই এলাকায় নদীভাঙ্গন শুরু হয়েছে।  ঘটনাটি পূর্বস্থলী দুই নম্বর ব্লকের মাজিদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চর কমলনগর ও তামাঘাটা এলাকায়।  লকডাউনকে উপেক্ষা করেই  বর্ষার মরসুমি অতিথির মতো  এবারও  যথাসময়ে  নদীভাঙন এসে হাজির হয় চর কমলনগর ও তামঘাটায়।  ফলে চরম দুঃচিন্তায় পড়ে যান সেখানকার মানুষ।  একে তো সাধারণ মানুষের  কাজ নেই, রোজগার নেই।  তার উপর এই নদীভাঙনে  চরম  সংকটে পড়ে যান এই এলাকার মানুষ।  এই সংকট মোচনে এগিয়ে আছে সেচ দপ্তর।   প্রতি বছরের মত এবারও এই দপ্তর ভাঙ্গন প্রতিরোধের  আসরে নেমে পড়ে।   তবে এবছর আর বাঁশের খাঁচা বা বোল্ডার নয়। বস্তায় বালি ভরে নদী ভাঙ্গনে ফেলা শুরু হয়।  এখনো সে কাজ চলছে। তার মধ্যেই এলাকায় আবার ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। পূর্বস্থলী দুই নম্বর ভিডিও  সৌমিক বাগচী ভাঙ্গনের কথা স্বীকার করে নিয়ে বলেন বিষয়টি সেচ দপ্তর নজর রেখেছে।  কিন্তু এলাকাবাসীদের বক্তব্য এতে অতীতেও ভাঙন আটকানো যায়নি।  এবারও এইভাবে ভাঙ্গন আটকানো যাবে না।   তবুও প্রতিবছর ভাঙন প্রতিরোধের নামে  সেচ দপ্তর  বাঁশের খাঁচা, বোল্ডার ও বালির বস্তা ফেলতে আসে।  এতে কাজের কাজ তো কিছু হয় না উপরন্ত সরকারী  অর্থ জলে যায়।    ভাই তাঁরা চান বছর বছর ধরে এই  শিশু ভোলানোর কাজ এবার বন্ধ করা হোক।  পাকাপাকি ভাবে  করা হোক ভাঙন প্রতিরোধের কাজ। 

Related posts

মুক্তহস্ত সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে রক্তদান শিবির

E Zero Point

মেমারিতে ১ টাকায় ১ পোয়া দুধ

E Zero Point

মেমারিতে সিপিআইএম-এর সাইকেল-বাইক র‍্যালি

E Zero Point

মতামত দিন