14/03/2025 : 11:25 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপশ্চিম বর্ধমান

সিবিএসই আ্যওয়ার্ডের জন্য মনোনীত হলেন বার্ণপুর রিভারসাইড স্কুলের অধ্যক্ষ

জিরো পয়েন্ট নিউজ – সুব্রত মজুমদার, আসানসোল, ৩০ অগাষ্ট, ২০২০:


পশ্চিম বর্ধমানের আসানসোল বার্ণপুরের সিবিএসই আ্যওয়ার্ডেরর জন্য মনোনীত হলেন বার্ণপুর রিভারসাইড স্কুলের অধ্যক্ষ সুশীল কুমার সিনহা। সারাদেশে সিবিএসই অনুমোদিত স্কুলগুলির মধ্যে থেকে অধ্যক্ষ ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কেন্দ্রীয় সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক ২০০০ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে। এই পুরস্কারের জন্য বিবেচিত হতে হলে শিক্ষকতার ১০ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক এবং অধ্যক্ষদের জন্য ১০ বছরের শিক্ষকতার সঙ্গে ৫ বছরের । অধ্যক্ষ হিসেবে অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। তবে এবছর সারা দেশের মধ্যে থেকে ৩৯ জন নির্বাচিত শিক্ষক ও অধ্যক্ষদের মধ্যে থেকে পশ্চিমবঙ্গ থেকে শুধু মাত্র সুশীলবাবু নির্বাচিত হয়েছেন। অধ্যক্ষ সুশীল কুমার সিনহা ১৯৮৯ সাল থেকে বার্ণপুর রিভারসাইড স্কুলে শিক্ষকতা করেন। তার এই সাফল্যে ধন্যবাদজ্ঞাপন করেছেন রাজ্যের প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অশোক রুদ্র এবং পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট চেম্বার প্রেসিডেন্ট জগদীশ বাগরী।

Related posts

অবৈধ মাটি কাটার অভিযোগে মেমারিতে গ্রেফতার ৫

E Zero Point

২৪ ঘন্টার মধ্যেই তৃণমূল শ্রমিক নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের মেমারি থানায়

E Zero Point

মেমারিতে রেললাইনের ধার থেকে যুবকের দেহ উদ্ধারঃ পরিবারের অভিযোগ খুন করা হয়েছে

E Zero Point

মতামত দিন