26/04/2024 : 6:52 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপশ্চিম বর্ধমান

রাজ্য সরকারের “শিক্ষারত্ন” পুরষ্কারে সম্মানিত দুর্গাপুরের প্রধান শিক্ষক

জিরো পয়েন্ট নিউজ – সুব্রত মজুমদার, দুর্গাপুর, ৩০ অগাষ্ট, ২০২০:


পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বিজড়া হাই স্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামুদ্দিনকে “শিক্ষারত্ন” পুরষ্কারে সম্মানিত করতে চলেছে রাজ্য সরকার। প্রধান শিক্ষক কাজী নিজামুদ্দিনের হাত ধরেই এই স্কুল “নির্মল স্কুল” ও “শিশুমিত্র” পুরষ্কার পেয়েছে। যার ফলস্বরূপ এবছর রাজ্য সরকার তাঁকে শিক্ষক দিবসের দিন “শিক্ষারত্ন” পুরস্কারে ভূষিত করতে চলেছেন।

কাজী নিজামুদ্দিন ১৯৮৮ সালে অন্ডাল ভিলেজ স্কুলে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। এরপর ২০০২ সালের জুলাই মাসে বিজরা হাই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন তিনি। এরপর সেই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সাথে নিয়ে বিদ্যালয়ের মানোন্নয়নয়ের কাজ শুরু করেন তিনি। সরকারী আর্থিক অনুদানের সাহায্যে এই বিদ্যালয়কে সাজিয়ে তোলেন তিনি। বিজড়া হাই স্কুলটির মানোন্নয়নের জন্য তাঁকে এই সম্মানে সম্মানিত করা হচ্ছে।

Related posts

সাঁওতাল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কালনায়

E Zero Point

মন্তেশ্বরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত

E Zero Point

মেমারিতে বিজেপির কর্মী সম্মেলন

E Zero Point

মতামত দিন