03/07/2020 : 7:29 PM
BREAKING NEWS
আমার বাংলা দক্ষিণ বঙ্গ নাদনঘাট পূর্ব বর্ধমান

নাদনঘাটে পিচের ট্যাঙ্কার-স্কুটি সংঘর্ষ, মৃত্যু-১

আলেক শেখ, কালনা, ২৯ জুনঃ পিচের ট্যাঙ্কারের সাথে স্কুটির সামনাসামনি সংঘর্ষ হলে স্কুটি চালকের সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়। ঘটনাটি ঘটে বেলা সোমবার ৯-১০ মিনিটে নাদনঘাট থানার অন্তর্গত নসরতপুর গ্রাম পঞ্চায়েতের গোয়ালপাড়া মোড়ে এসটিকেকে সড়কের উপর। মৃতের নাম বলরাম সাহা (৪৫) বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটিতে। সে স্কুটিতে করে দোকানে দোকানে বিস্কুট ও লাড্ডু সরবারহ করে বেড়াতো। সে এদিন সমুদ্রগর রেলবাজার ও ডাঙ্গাপাড়াতে লাড্ডু-বিস্কুট দিয়ে স্কুটি নিয়ে বাড়ি ফিরছিল। গোয়ালপাড়া মোড়ে কালনার দিক থেকে আসা একটি পিচ বোঝাই ট্যাঙ্কারের সাথে তার স্কুটির সামনাসামনি সংঘর্ষ হয়। বলরাম সাহা স্কুটি থেকে ছিটকে পড়লে ট্যাকারের চাকা তার মাথার চলে যায়।  সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। খবর পাওয়া গেছে পিচ বোঝাই  ট্যাঙ্কারটি পুলিশ আটক করেছে। যার নম্বর–ডব্লিউ বি ৭৬/২৭১৭।

Related posts

ভাতারে পেঁপে গাছে ফলেছে পাতিহাঁস, দেখতে ভীর জনতার

E Zero Point

কালনা আদালত আগামী বৃহস্পতিবার থেকে খুলছে

E Zero Point

পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতির উদ্যোগে আমফানের ত্রাণ বিলি দুই চব্বিশ পরগনায়

E Zero Point

মতামত দিন