29/03/2024 : 1:47 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

চরম বিপাকে কালনার রাখি শিল্পীরা

 আলেক শেখ, কালনা,  ৩১ জুলাই:


মেলা, খেলা,  উৎসব,  অনুষ্ঠান সব কিছুরই  বাঁধা  হয়ে  দাঁড়িয়েছে লকডাউন। তা থেকে রেহাই নেই রাখি বন্ধনও। মাঝে কয়েকটা দিনের ব্যাপার,  তার পরেই দেশ জুড়ে পালিত  হওয়ার কথা এই উৎসব।  কিন্তু উৎসব যে কেমন পালিত হবে– তা এই উৎসবের প্রধান উপকরণ রাখীর  উৎপাদন দেখেই বোঝা যায়।  সাধারণত সারা বছর ধরেই রাখি তৈরি হয়ে গোদামজাত হয়ে পড়ে থাকে। উৎসব আসার এক দের মাস আগে থেকে সরবরাহ শুরু হয়।  কিন্তু এবার সেই রাখি সরবরাহে ভাটা পড়েছে বলে জানান কালনা শহরের রাখি ব্যবসায়ীরা।  কালনা শহরে কয়েক হাজার মানুষ এই রাখি শিল্পের সঙ্গে যুক্ত। এরা সারা  বছর ধরেই রাখি তৈরি করে তাঁদের জীবিকা নির্বাহ করে থাকেন।  কালনা শহরের এক রাখি কারখানার মালিক জানান– তাঁর  কারখানায় ৫৫ জন  স্থায়ী কর্মচারী আছেন। যাদের কাজ রাখি শিল্পীদের  রাখির  উপকরণ সরবরাহ করা এবং  তৈরির পর শিল্পীরা রাখি দিতে এলে তা বুঝে নেওয়া। সাড়ে তিন হাজার এই রকম শিল্পী আছেন যারা এই কারখানা থেকে উপকরণ নিয়ে গিয়ে বাড়িতে বসে রাখি তৈরি করেন। তাদের কাজের উপর মজুরি দেওয়া হয়। কিন্তু এ বছর লকডাউনের কারনে বাইরে থেকে কাজের বরাত সে ভাবে আসেনি। তাই  রাখি তৈরি করাও অনেকটাই কমে গেছে। এবার বিগত বছর গুলির থেকে শতকরা ৭৫ ভাগ  কম রাখি তৈরি হয়েছে।  যেটুকু রাখি সরবরাহ করা হয়েছে– তারও যদি পয়সা  ফিরে না আসে, তাহলে শিল্পীদের মজুরি  মেটানো অসম্ভব হয়ে পড়বে।  ফলে চরম বিপাকে পড়েছেন  কয়েক হাজার রাখি শিল্পী সহ এই শিল্পের সাথে যুক্ত মানুষ জন।

Related posts

মেমারি-১ ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দিল তৃণমূলের কর্মীর একাংশ

E Zero Point

মহিলার ঝুলন্ত মৃত দেহ উদ্ধার ভাতারে

E Zero Point

মেমারি-১ বিজ্ঞান কেন্দ্রের বৃক্ষরোপন কর্মসূচী

E Zero Point

মতামত দিন